Truck Hijack: কালনা খুনে নয়া তথ্য! ট্রাক হাইজাক করতেই চালককে খুন দুষ্কৃতীর

Kalna murder: গত ২৫ ডিসেম্বর কালনার পিয়ারী নগর এলাকায় হাই রোডের ধারে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়।

Truck Hijack: কালনা খুনে নয়া তথ্য! ট্রাক হাইজাক করতেই চালককে খুন দুষ্কৃতীর
অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার (নিজস্ব ছবি)
Follow Us:
| Edited By: | Updated on: Dec 30, 2021 | 5:48 PM

কালনা: কয়েকদিন আগে হাই রোডের ধার থেকে এক ব্যক্তির দেহ উদ্ধার হয়। এরপর থেকেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। পুলিশ এসে উদ্ধার করে নিয়ে যায় মৃতদেহ। কিন্তু তখন থেকেই এলাকাবাসীর মনে তৈরি হয় একাধিক প্রশ্ন। তখন থেকেই জারি ছিল তদন্ত। এরপর আজ পুলিশ জানায় ট্রাক হাইজ্যাক করতে গিয়েই ওই চালককে খুন করে দুষ্কৃতীরা।

জানা গিয়েছে, গত ২৫ ডিসেম্বর কালনার পিয়ারী নগর এলাকায় হাই রোডের ধারে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়। প্রথমে তার পরিচয় জানা না গেলেও পরে পুলিশি তদন্তে উঠে আসে একাধিক তথ্য। ওই ব্যক্তি বিহার থেকে ট্রাক চালিয়ে কলকাতায় আসছিল। তদন্তে নেমে ফারাক্কার কাছে এই মৃত ট্রাক চালকের ফোনের লোকেশন ধরে কালনা থানার পুলিশের হাতে উঠে আসে এই তথ্য। তার ট্রাক হাইজ্যাক করার জন্যই তাকে খুন করা হয়। পরে পিয়ারী নগর এলাকায় রাস্তার ধারে একটি আম বাগানে সেই মৃতদেহ ফেলে রাখা হয়।

এই খুনের ঘটনায় মোঃ সাজিদ বলে একজনকে গ্রেফতার করেছে কানলা থানার পুলিশ। এসডিপিও সপ্তর্ষি ভট্টাচার্য বলেন, “গত ২৫ তারিখ কালনার পিয়ারী নগর এলাকার রাস্তার ধার থেকে অজ্ঞাত পরিচয়ের মৃতদেহ উদ্ধার হয়। এরপর সেটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। প্রাথমিক তদন্তে জানতে পারা যায় এই ব্যক্তি একজন ট্রাক চালক। তবে ফরাক্কার কাছে আমরা ট্রাকটির লোকেশন পাই। সেই মতো কালনা থানা পুলিশের দল ফরাক্কায় যায়। সেইখানে ফরাক্কা থানার পুলিশের সহযোগীতায় ওই ট্রাকটি একজন চালক সহ আটক করা হয়। পরে চালককে ধরে এনে তদন্ত করা হলে সে তার অপরাধ স্বীকার করে। তাকে গ্রেফতার করা হয়। এরপর তাকে আদালতে তোলা হয়। প্রাথমিক তদন্তে অনুমান ট্রাক হাইজ্যাকের জন্যই খুন করা হয়েছে ব্যক্তিকে।”

আরও পড়ুন: Corona Vaccine: ৩ জানুয়ারি থেকে কলকাতার স্কুলে স্কুলে দেওয়া হবে করোনা টিকা, ঘোষণা মেয়রের

আরও পড়ুন: COVID cases in UK: লাখের উপর দিয়ে যাচ্ছে ব্রিটেনের দৈনিক করোনা, হাসপাতালে রোগী ভর্তির হার বেড়েছে ৫৩ শতাংশ

আরও পড়ুন: Arjun Singh: ‘বিজেপির টিকিটে জিতে অন্যদলে যাওয়া যাবে না!’ মুচলেকা দেওয়ার নিদান অর্জুনের