Kalna Suicide: বাড়ি বন্ধক রেখেছিলেন, ঋণ নেন সাত লক্ষেরও বেশি, শত চেষ্টাতেও ফলল না আলু… চরম সিদ্ধান্ত চাষির
Kalna Suicide: মৃতের স্ত্রী মীরা রানি ঘোষ জানিয়েছেন, কয়েক মাস আগে ১৪ বিঘা জমি ঠিকা নিয়ে আলু চাষ করেছিলেন অধীর।
কালনা: নিজের সর্বস্ব পুঁজি লাগিয়ে দিয়েছিলেন চাষ করতেই। কিন্তু ফলন সে অর্থে ভাল হয়নি। চাষে লোকসানের মুখ দেখে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। ফের এক ভাগ চাষির রহস্যমৃত্যুর ঘটনা ঘটল মন্তেশ্বর ও মেমারি থানার বোহার গোলামপাড়া এলাকায়। মৃত চাষির নাম অধীর ঘোষ (৫০) ।
মৃতের স্ত্রী মীরা রানি ঘোষ জানিয়েছেন, কয়েক মাস আগে ১৪ বিঘা জমি ঠিকা নিয়ে আলু চাষ করেছিলেন অধীর। বাড়ি বন্ধক রেখে পাঁচ লক্ষ টাকা তিনি ঋণও নিয়েছিলেন। আর একটি বেসরকারি ব্যাঙ্ক থেকে তিনি ২ লক্ষ ৮০ হাজার টাকারও লোন করেছিলেন। পরপর দু’বার করে আলু চাষে ক্ষতি হওয়ায় প্রচুর টাকা লোকসান হয়।
এই মরশুমে তিনি ফসল ঘরে তুলতে পারেননি। মানসিকভাবে ভেঙে পড়েন তিনি। একে ব্যাঙ্কে ঋণের বোঝা, তারপর চাষে লোকসান। সব মিলিয়ে মানসিক ভাবে বিধ্বস্ত হয়ে পড়েন তিনি। স্ত্রীয়ের সঙ্গেও মাঝেমধ্যে সে সব কথা বলতেন। স্ত্রী তাঁকে বোঝানোরও চেষ্টা করেছিলেন। কিন্তু সে অর্থে যে তিনি কিছুই বোঝেননি, তা এদিন স্পষ্ট হয়ে গেল এদিন।
ঋণের বোঝা মাথায় নিয়ে প্রায়শই চিন্তাগ্রস্ত অবস্থায় থাকতেন তিনি। মঙ্গলবার সন্ধ্যার পর নিজের ঘরে ছিলেন তিনি। তারপর দীর্ঘক্ষণ দরজা না খোলায় সন্দেহ হয় বাড়ির লোকের। বাড়ির দরজা খুলে ঘরে ঢুকতেই স্বামীকে মাটিতে পড়ে থাকতে দেখেন স্ত্রী। তাঁর মুখ দিয়ে গ্যাজলা বের হচ্ছিল। সঙ্গে সঙ্গেই তাঁকে উদ্ধার করে কালনা মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। মৃতদেহের ময়নাতদন্ত করা হয়।