New Jalpaiguri Howrah Satabdi Express: বর্ধমান স্টেশনে থামবে আরও একটি এক্সপ্রেস, বন্দে ভারত উদ্বোধনের দিন থেকেই শুভ সূচনা
New Jalpaiguri Howrah Satabdi Express: ট্রেনটি ছাড়ার নির্ধারিত সময় ৩টে বেজে ২৯ মিনিট। বর্ধমান স্টেশন থেকে নিউ জলপাইগুড়ি স্টেশন পৌঁছানোর কথা ১২টা বেজে ১৬ মিনিটে। তা ছাড়বে ১২টা বেজে ১৮ মিনিটে।
বর্ধমান: বন্দে ভারত এক্সপ্রেস উদ্বোধনের দিনেই সুখবর। শুক্রবার থেকেই বর্ধমানে দাঁড়াবে নিউ জলপাইগুড়ি- হাওড়া শতাব্দী এক্সপ্রেস। এর ফলে যাত্রীদের দীর্ঘদিনের দাবি মিটল। খুশি যাত্রীরাও৷ বর্ধমান জংশনের স্টেশন ম্যানেজার স্বপন ভট্টাচার্য জানান, আপ এবং ডাউন দুটি শতাব্দী এক্সপ্রেস বর্ধমানে দাঁড়াবে। ১২০৪১ এবং ১২০৪২ নম্বরের এই আপ- ডাউন শতাব্দী বর্ধমানে স্টপেজ দেওয়ায় এসি ট্রেনে দ্রুত এনজেপি ও হাওড়া যেতে পারবেন যাত্রীরা।
স্টেশন ম্যানেজার জানান, আপ ট্রেনটি হাওড়া থেকে এখানে দুপুর ৩.২৭ মিনিটে আসবে। ছাড়বে ৩.২৯ মিনিটে । অন্যদিকে ডাউন ট্রেন নিউ জলপাইগুড়ি থেকে এখানে আসবে দুপুর ১২.১৬ মিনিটে আসবে। ছাড়বে ১২.১৮ মিনিটে। রেলযাত্রীরা জানান, এটা দারুণ খবর। এতে যাতায়াতের অনেক সুবিধা হবে। একটু আরামে দ্রুতগতির ট্রেনে সওয়ার হবেন যাত্রীরা।
অন্যদিকে উত্তরবঙ্গের সঙ্গে যোগাযোগ আরও সুগম হবে বলে জানাচ্ছেন রেল আধিকারিকরা। বিষয়টিতে খুশি রেলযাত্রীরাও। রেল সূত্রে জানা গিয়েছে, রবিবার বাদ দিয়ে সপ্তাহে ৬ দিন বর্ধমান স্টেশনে দাঁড়াবে হাওড়া-নিউ জলপাইগুড়ি শতাব্দী এক্সপ্রেস। বর্ধমান স্টেশনে ২ দিন থামবে ট্রেনটি। আপ ট্রেনটি হাওড়া থেকে বর্ধমান পৌঁছবে দুপুর ৩টে বেজে ২৭ মিনিটে। ট্রেনটি ছাড়ার নির্ধারিত সময় ৩টে বেজে ২৯ মিনিট। বর্ধমান স্টেশন থেকে নিউ জলপাইগুড়ি স্টেশন পৌঁছানোর কথা ১২টা বেজে ১৬ মিনিটে। তা ছাড়বে ১২টা বেজে ১৮ মিনিটে।
এক রেলযাত্রীর বক্তব্য, “আমাদের মতো যাত্রীদের ক্ষেত্রে বিষয়টা অত্যন্ত সুখের। যাত্রীদের অনেকদিনের দাবি ছিল। উত্তরবঙ্গের সঙ্গে যোগাযোগ আরও ভাল হবে।”