ভোট মিটলেও জারি বঙ্গ যুদ্ধ! বর্ধমানে বিজেপি ছেড়ে তৃণমূলে হাজার পরিবার
বেসুরো বিজেপিরও বহু নেতা। এদিকে দলবদলুদের ফেরানোয় তৃণমূলে (TMC) আপত্তি অনেকেরই।
পূর্ব বর্ধমান: ভোট মিটলেও জারি বঙ্গ যুদ্ধ। বেসুরোদের নিয়ে এবার অস্বস্তি দুই শিবিরেই। মুকুল রায় তৃণমূলে (TMC) ফেরার পর লাইনে রয়েছেন আরও অনেকে। বেসুরো বিজেপিরও বহু নেতা। এদিকে দলবদলুদের ফেরানোয় তৃণমূলে আপত্তি অনেকেরই।
ভোট পূর্বে ট্রেন্ডিং ছিল ‘দমবন্ধ পরিবেশ’ অতঃপর ‘বেসুরো’ আর ভোট পরবর্তী বঙ্গে রাজনীতিতে নয়া আবহ ‘ঘর ওয়াপসি’। বিজেপি ছেড়ে হাজার খানেক পরিবার তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দিলেন স্থানীয় বিধায়ক নেপাল ঘরুই। পূর্ব বর্ধমানের গলসি ১ নম্বর ব্লকের লোয়াপুর ও কৃষ্ণরামপুর অঞ্চলের বিজেপির একটা বড় অংশ রবিবার সন্ধ্যায় দলবদল করেন।
আরও পড়ুন: গাড়ুলিয়ায় ‘গদ্দার’ তকমায় পোস্টার! অতঃপর নিজের অবস্থান স্পষ্টই করে ফেললেন মুকুল ঘনিষ্ঠ সুনীল সিং
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেস সহ সভাপতি জাকির হোসেন, রাজ্য তৃণমূল কংগ্রেস এসসি সেলের সদস্য সুন্দর পাসোয়ান, পঞ্চায়েত সমিতির সহকারি সভাপতি অনুপ চট্টোপাধ্যায়, ব্লক ছাত্র পরিষদের সভাপতি তাপস সোম। এক হাজার পরিবার তৃণমূল যোগদান করেছে বলে দাবি তৃণমূল নেতৃত্বের। তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে সামিল হতেই ওই যোগদান বলে জানিয়েছেন যোগদানকারীরা।