Kalna Suicide: ৩ দিন ধরে নিখোঁজ শিক্ষক, শহরের জলা জায়গাতে উদ্ধার বীভৎস দেহ
Kalna Suicide: মৃতের নাম দয়াল চন্দ্র মালিক। কালনা শহরের কাসারি পাড়ার বাসিন্দা তিনি। পূর্বস্থলীর পারুল ডাঙা উচ্চ বিদ্যালয়ের সহ শিক্ষক ছিলেন। মৃতের পরিবার সূত্রে খবর, চলতি মাসের সাত তারিখ সকালে বাড়ি থেকে বের হন দয়ালবাবু। রাত পর্যন্ত বাড়ি না ফেরায় কালনা থানায় স্বামীর নামে নিখোঁজ ডায়রী করেন স্ত্রী সোমা মালিক।
কালনা: তিনদিন ধরে খোঁজ পাওয়া যাচ্ছিল না শিক্ষকের। হন্যে হয়ে তাঁকে খুঁজছিলেন মৃতের পরিবার। থানায় নিখোঁজ একটি ডায়রিও করেছিলেন শিক্ষকের স্ত্রী। অবশেষে খোঁজ মিলল তাঁর। তবে যতক্ষণে খোঁজ পাওয়া গেল ততক্ষণে আর প্রাণ নেই ধড়ে। পরিবারের অনুমান, আত্মহত্যা করেছেন ওই ব্যক্তি।
মৃতের নাম দয়াল চন্দ্র মালিক। কালনা শহরের কাঁসারি পাড়ার বাসিন্দা তিনি। পূর্বস্থলীর পারুল ডাঙা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। মৃতের পরিবার সূত্রে খবর, চলতি মাসের সাত তারিখ সকালে বাড়ি থেকে বের হন দয়ালবাবু। রাত পর্যন্ত বাড়ি না ফেরায় কালনা থানায় স্বামীর নামে নিখোঁজ ডায়রি করেন স্ত্রী সোমা মালিক। এরপর গতকাল অর্থাৎ রবিবার বিকাল নাগাদ কালনা শহর লাগোয়া একটি জলা জায়গা থেকে তাঁর পচাগলা দেহ উদ্ধার হয়। পুলিশে খবর পেয়ে স্বামীর দেহ শনাক্ত করেন স্ত্রী।
সোমাদেবীর দাবি, তাঁর স্বামী আত্মহত্যা করেছেন। সম্প্রতি ঋণে জর্জরিত হয়ে গিয়েছিলেন। অভিযোগ, কয়েকদিন ধরে সুদ কারবারিরা ফোন করে টাকাই চাইছিলেন। শুধু তাই নয়, গালিগালাজ করছিলেন। যা নিয়ে কয়েকদিন ধরেই মানসিক অবসাদে ভুগছিলেন তিনি। মৃত্যুর ঘটনায় এক অভিযুক্তের নামে কালনা থানায় অভিযোগ দায়ের স্ত্রীর। অভিযুক্তর পরিবার সমস্ত অভিযোগ অস্বীকার করেছে। ঘটনার তদন্তে পুলিশ।