Khandaghosh Assembly Election Result 2021 Live Update in Bengali: বর্ধমান জেলার খণ্ডঘোষ বিধানসভা কেন্দ্রে বিজেপি ও তৃণমূলের জোর টক্কর, লাইভ আপডেটস

Khandaghosh Assembly Election Result 2021 Live Update in Bengali: বর্ধমান জেলার খণ্ডঘোষ বিধানসভা এবার কার? ঘাসফুল নাকি পদ্মের?

Khandaghosh Assembly Election Result 2021 Live Update in Bengali: বর্ধমান জেলার খণ্ডঘোষ বিধানসভা কেন্দ্রে বিজেপি ও তৃণমূলের জোর টক্কর, লাইভ আপডেটস
গ্রাফিক্স- টিভি নাইন বাংলা
Follow Us:
| Edited By: | Updated on: May 02, 2021 | 7:22 PM

২৯৪ কেন্দ্রে নির্বাচন শেষ এ বার ফলাফলের দিকে তাকিয়ে সকলে। পশ্চিমবঙ্গের (West Bengal) বর্ধমান জেলার (Bardhaman District) একটি বিধানসভা খণ্ডঘোষ (Khandaghosh)। একুশের বিধানসভা নির্বাচনে (West Bengal Assembly Election 2021) তফশিলি অধ্যুষিত এই আসন থেকে তৃণমূল (TMC) প্রার্থী করেছে নবীন চন্দ্র বাগ (Nabin Chandra Bag)-কে। বিজেপি (BJP)-র প্রার্থী হয়েছেন বিজন মণ্ডল (Bijan Mandal)। আর সংযুক্ত মোর্চা সমর্থিত সিপিএম প্রার্থী এখানে অসীমা রায় (Asima Roy)। ২০২১-এর বিধানসভা নির্বাচনে ৮ দফায় ভোট হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) তৃণমূল ও নরেন্দ্র মোদীর (Narendra Modi) নেতৃত্বাধীন বিজেপি, দুই দলের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ। ২০১৬ সালের নির্বাচনে কেমন ছিল এই কেন্দ্রের ফল?

একঝলকে দেখে নেওয়া যাক খণ্ডঘোষের আপডেট…

  • তৃণমূল প্রার্থী নবীনচন্দ্র বাগ ১,০২,৮৭৬ ভোটে জয়লাভ করেছেন। অন্যদিকে বিজেপির বিজন মন্ডল ভোট পেয়েছেন ৮২,৭৪০ ভোট, আর বাম প্রার্থী অসীমা রায় ২২,৭৯০ ভোট পেয়েছেন।

২০১৬ সালের ভোটের পরিসংখ্যান:

২০১৬ সালে খণ্ডঘোষ বিধানসভা কেন্দ্রে জেতেন তৃণমূল কংগ্রেস প্রার্থী নবীনচন্দ্র বাগ। ২০১৬ সালে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে মোট ভোটারদের শতাংশ খণ্ডঘোষ বিধানসভা কেন্দ্রে ছিল ৮৯ শতাংশ। ২০১৬ সালে তৃণমূল কংগ্রেস প্রার্থী নবীনচন্দ্র বাগ তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সিপিএমের অসীমা রায়কে পরাজিত করেছিলেন। নবীন পান ৯০,১৫১ ভোট এবং অসীমা রায় পেয়েছিলেন ৮৬,৯৪৯ ভোট। জয়ের ব্যবধান ছিল ৩,২০২ ভোটের। আর বিজেপি প্রার্থী অশোক সাঁতরা পেয়েছিলেন ১৩,৯৭৩ ভোট।

২০১১ সালের নির্বাচনে আবার সিপিআইএম প্রার্থী হিসেবে নবীনচন্দ্র বাগ তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূল কংগ্রেসের অলোককুমার মাঝিকে এই আসনেই পরাজিত করেছিলেন।

২০১৬ সালের ভোটে মোট ভোটার:

২০১৬ সালের ভোটে খণ্ডঘোষ কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ছিল ২,২০,৩৭১ জন। পুরুষ ভাটারের সংখ্যা ১,১৩,২৭৯ এবং মহিলা ভোটারের সংখ্যা ১,০৭,০৯০। ভোট দান করেন মোট ১ লক্ষ ৯৩ হাজার ৮৫৩ জন। সব মিলিয়ে এই কেন্দ্রে ভোট পড়েছিল ৮৯.২ শতাংশ।

২০১৬ সালের ভোটে পরিসংখ্যান:

বর্তমান বিধায়ক: নবীনচন্দ্র বাগ মোট ভোট: ৯০, ১৫১ মোট ভোটার সংখ্যা: ২,২০,৩৭১ ভোট শতাংশ: ৮৯.২ শতাংশ