Municipality Election 2022: ভোট ঘোষণা হতেই তৎপরতা শুরু বর্ধমান জেলাশাসকের দফতরে

West Bengal Municipal Elections 2022: রাজ্য নির্বাচন কমিশন বৃহস্পতিবারই ১০৮টি পুরসভার ভোটের দিন ঘোষণা করেছে।

Municipality Election 2022: ভোট ঘোষণা হতেই তৎপরতা শুরু বর্ধমান জেলাশাসকের দফতরে
ফাইল চিত্র
Follow Us:
| Edited By: | Updated on: Feb 03, 2022 | 2:08 PM

পূর্ব বর্ধমান: ভোট ঘোষণা হতেই নির্বাচন প্রক্রিয়া নির্বিঘ্নে করানোর তৎপরতা শুরু হয়ে গিয়েছে জেলা প্রসাশনে। বৃহস্পতিবার থেকেই মনোনয়নপত্র জমা করতে পারবেন প্রার্থীরা। গোটা প্রক্রিয়া যাতে নির্বিঘ্নে সম্পন্ন করা যায় তার জন্য জেলা প্রসাশনিক ভবনকে কড়া নিরাপত্তাবেষ্টনীতে ঘিরে ফেলা হবে বলে জানালেন বর্ধমান সদর উত্তর মহকুমাশাসক তীর্থঙ্কর বিশ্বাস। পূর্ব বর্ধমান জেলা প্রসাশনিক ভবনে চলবে মনোনয়নপর্ব। এই পর্বকে ঘিরে যাতে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে সে কারণে ভবনের প্রবেশের রাস্তায় পাঁচটি অস্থায়ী ড্রপ গেট তৈরি করা হচ্ছে।

বৃহস্পতিবার সকাল থেকে বিভিন্ন কর্মীরা ড্রপ গেট তৈরির কাজে ব্যস্ত। চলছে ব্যানারের মাধ্যমে দিক নির্দেশিকার কাজ। কোন পুরসভার প্রার্থীরা কোথায়, কীভাবে মনোনয়ন জমা করবেন তার নির্দেশিকা প্রশাসনিক ভবনের বিভিন্ন জায়গায় পোস্টারের মাধ্যমে প্রার্থীরা জানতে পারবেন। বর্ধমান, মেমারি ও গুসকরা পুরসভার প্রার্থীরা পূর্ব বর্ধমান জেলা প্রশাসনিক ভবনে মনোনয়ন জমা দেবেন। প্রার্থীদের সঙ্গে একজন করে মনোনয়ন কেন্দ্রে যেতে পারবেন।

বর্ধমান সদর উত্তর মহকুমাশাসক তীর্থঙ্কর বিশ্বাস বলেন, “আজ থেকেই আমাদের মনোনয়ন জমা দেওয়া শুরু হচ্ছে। ১১টা থেকে ৩টে অবধি মনোনয়ন জমা দিতে পারবেন প্রার্থীরা। ৩ ফেব্রুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত মনোনয়ন জমা দেবেন প্রার্থীরা। ১০ তারিখ স্ক্রুটিনি। ১২ তারিখ মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। বর্ধমান পুরসভার ৩৫টি ওয়ার্ডের জন্য ৭টা টেবিল করা হয়েছে। তিনটে জায়গায় আমরা নমিনেশন নেব। আমাদের ভবনের একতলা, দোতলা ও তিনতলা। গুসকরা পুরসভার জন্য বিডিএ মিটিং হলে চারটে টেবিলে নমিনেশন জমা নেওয়া হবে। বাইরের লোকজন যাতে ১০০ মিটারের মধ্যে ঢুকতে না পারে তার জন্য ৫টি ড্রপ গেট থাকছে। প্রার্থীর সঙ্গে একজন থাকবেন। কোভিড প্রোটোকল মেনে পুরো মনোনয়নপর্ব চলবে। প্রতিটা নমিনেশন টেবিলে মাইক্রোফোন থাকছে। ফ্লেক্স লাগানো থাকছে। তাতে মনোনয়ন সংক্রান্ত যাবতীয় থাকবে। তাতে প্রার্থী ও তাঁর সঙ্গে যিনি আসবেন তাঁদের বুঝতে সুবিধা হয়। একইসঙ্গে পর্যাপ্ত পুলিশ মোতায়েন থাকবে।”

রাজ্য নির্বাচন কমিশন বৃহস্পতিবারই ১০৮টি পুরসভার ভোটের দিন ঘোষণা করেছে। ২৭ ফেব্রুয়ারি ভোট হবে। বৃহস্পতিবার থেকেই ১০৮টি পুর এলাকায় চালু হয়ে গিয়েছে আদর্শ আচরণবিধি। ২০২২ সালের ১ জানুয়ারির ভোটার তালিকা মেনে ভোট হবে। নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিয়ে বৈঠকের পরই সিদ্ধান্ত হবে রাজ্য পুলিশেই নির্বাচন করানো হবে নাকি কেন্দ্রীয়বাহিনী আনা হবে।

আরও পড়ুন: Anubrata Mondal Case: ‘উনি অভিযুক্ত নন, সাক্ষী’, ভোট পরবর্তী হিংসা মামলায় অনুব্রতকে রক্ষাকবচ হাইকোর্টের

আরও পড়ুন: Cyber Crime: একটা লিঙ্কে ক্লিক করাতেই ঘৃণ্য অভিজ্ঞতার শিকার তরুণী! কীভাবে চিনবেন প্রতারকদের?

আরও পড়ুন: WhatsApp Account Ban December 2021: ভারতে এক ধাক্কায় ফের ২০ লাখ হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যান, নভেম্বরের থেকে ৩ লাখ বেশি