West Bengal Panchayat Polls: তৃণমূলের দেওয়াল লিখনের উপর সিপিএম লেখা, জোর গুঞ্জন বর্ধমানে
West Bengal Panchayat Polls: জানা গিয়েছে, পূর্ব বর্ধমানের ভাতারের মুরাতিপুর এলাকায় দেওয়াল লিখনের কাজ শুরু করেছে তৃণমূল। বিভিন্ন জায়গার দেওয়াল লিখছে তারা।
ভাতার: তৃণমূল প্রার্থীর দেওয়াল লিখনের উপর লাল রং দিয়ে সিপিএম লেখা। যার জেরে উত্তেজনা পূর্ব বর্ধমানের ভাতারে। এই ঘটনায় রাজনৈতিক তরজা শুরু হয়েছে।
জানা গিয়েছে, পূর্ব বর্ধমানের ভাতারের মুরাতিপুর এলাকায় দেওয়াল লিখনের কাজ শুরু করেছে তৃণমূল। বিভিন্ন জায়গার দেওয়াল লিখছে তারা। নিজেদের প্রার্থীর নামে সবুজ কালিতে জায়গায়-জায়গায় চলছে লিখনের কাজ। এই পরিস্থিতিতে শুক্রবার রাত্রিবেলা কেউ বা কারা তৃণমূলের দেওয়াল লিখনের উপর লাল রং দিয়ে সিপিএম লিখে দেয়। শনিবার সকালে বিষয়টি নজরে আসে। নিত্যানন্দপুর অঞ্চল তৃণমূলের পক্ষ থেকে প্রশাসনের কাছে লিখিত অভিযোগ জানানো হয়। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
নিত্যানন্দপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি মুক্তারুল হক শেখের দাবি, সিপিএম আশ্রিত দুষ্কৃতীরা এই ধরনের ঘটনা ঘটিয়ে এলাকায় অশান্ত করার চেষ্টা করছে। বিষয়টি প্রশাসনের কাছে লিখিত আকারে জানানো হয়েছে। উপযুক্ত তদন্তের দাবি জানাচ্ছে তারা।
যদিও তৃণমূলের তোলা এই অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন বলে জানিয়েছেন বাম নেতা নজরুল হক। তিনি বলেন,”এই ধরনের ঘৃণ্য কাজ সিপিএমের কৃষ্টি কালচারে নেই। ওই এলাকায় শাসকদলের দুটি গোষ্ঠী রয়েছে। বাজার গরম করার জন্য নিজেরাই এই ধরনের কাজ করেছে।”