Murder in Bardhaman: ফল দিতে দেরি, বাবার হাঁসুয়ার কোপে প্রাণ গেল সাড়ে ৩ বছরের শিশুর
Murder in Bardhaman: বাবার হাতে নৃশংসভাবে খুন হল তিন বছরের ছেলে। আশঙ্কাজনক অবস্থায় নবদ্বীপ হাসপাতালে চিকিৎসাধীন মা। ঘটনাটি ঘটে বর্ধমানের পূর্বস্থলী এলাকায়। মৃতের নাম রকি রায়।
পূর্বস্থলী: মদ খেয়ে বাড়ি ফিরেছিল ছেলে। বকাবকি করেছিল মা। তাতেই রেগে গিয়ে মাকে খুন করার অভিযোগ উঠেছিল ছেলের বিরুদ্ধে। একদিন আগেই চাঞ্চল্যকর এ ঘটনা ঘটেছিল পূর্ব বর্ধমানের (Purba Bardhaman) ভাতারে। ঘটনার পর থেকেই বেপাত্তা অভিযুক্ত যুবক। এবার সাড়ে তিন বছরের ছেলেকে খুন (Murder) করার অভিযোগ উঠল বাবার বিরুদ্ধে। গ্রেফতার বাবা। এবারও ঘটনাস্থল পূর্ব বর্ধমান।
স্ত্রী ফল দিতে দেরি করায় রাগের বশে হাঁসুয়া দিয়ে স্ত্রীকে মারতে গিয়ে নিজের ছেলের গলায় কোপ মারল বাবা। মৃত্যু হল সাড়ে তিন বছরের শিশু রকি রায়ের। পূর্ব বর্ধমানের পূর্বস্থলীর মাজিদা অঞ্চলের বরেয়া গ্রামে এদিন দুপুরে এ ঘটনা ঘটে। ঘটনায় গুরুতর আহত হয়েছেন স্ত্রী আলপনা রায়। নবদ্বীপ হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত দেবাশিস রায়কে।
সূত্রের খবর, দিন কয়েক আগেই অভিযুক্ত দেবাশিস রায়ের বাবার মৃত্যু হয়। এদিন বাড়িতে তাঁর পরলৌকিক কাজ চলছিল। সেই সময়ই স্ত্রীকে ফল কেটে দিতে বলেন তিনি। কিন্তু, ফল আসতে দেরি হওয়ায় তেলেবেগুনে জ্বলে ওঠেন তিনি। চিৎকার করে গোটা বাড়ি মাথায় তোলেন। হাঁসুয়া নিয়ে ধাওয়া করে স্ত্রীকে। মারতে যায় কোপ। এদিকে সেই সময় সামনে ছেলে চেলে এলে তার গলায় পড়ে যায় হাঁসুয়ার কোপ। যদিও তখনও থামেনি রণংদেহি দেবাশিস। কোপাতে থাকেন স্ত্রীকেও। তাঁদের চিৎকার শুনে ছুটে আসেন প্রতিবেশীরা। তাঁরাই রক্তাক্ত অবস্থায় মা ছেলেকে উদ্ধার করে নিয়ে আসে নবদ্বীপ হাসপাতালে। হাসপাতালেই মৃত্যু হয় তিন বছরের শিশুর। সেই আশঙ্কাজনক অবস্থায় ভর্তি রয়েছেন আলপনা দেবী।