Crime News: স্বামীর খোঁজে শহরে এসে গণধর্ষণের শিকার মহিলা, ছুড়ে ফেলা হল রাস্তার কোনায়!

Physical Assault: বিজেপির বর্ধমান দক্ষিণের কনভেনার কল্লোল নন্দনের অভিযোগ, শহরে পুলিশ প্রশাসনের ব্যর্থতায় এই ঘটনা। আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে বলে দাবি করেন তিনি। বলেন, এখানে মহিলাদের নিরাপত্তা নেই।

Crime News: স্বামীর খোঁজে শহরে এসে গণধর্ষণের শিকার মহিলা, ছুড়ে ফেলা হল রাস্তার কোনায়!
নাবালিকাকে ধর্ষণ করে ঝুলিয়ে দিল অপরাধীরা প্রতীকী চিত্র।
Follow Us:
| Edited By: | Updated on: Oct 09, 2021 | 7:17 PM

পূর্ব বর্ধমান: স্বামী (Husband) নিখোঁজ বেশ কিছুদিন ধরে। তাই তাঁকে খুঁজতে বর্ধমান শহরে আসেন স্ত্রী (Wife)। সারাদিন খোঁজের পর স্টেশন সংলগ্ন এলাকায় তিনি বসেছিলেন। অভিযোগ, সেখান থেকে তাকে টেনেহিঁচড়ে তুলে নিয়ে গিয়ে একটা নির্জন জায়গায় য়ায় দুষ্কৃতীরা। ধর্ষণের পর শহরের আরেক প্রান্তে রাস্তার ওপর ছুড়ে ফেলে দেওয়া হয় মহিলাকে! পুজোর মুখে গণধর্ষণের অভিযোগ কাণ্ডে তীব্র উত্তেজনা বর্ধমান (Burdwan) শহরে। তদন্তে নেমেছে পুলিশ। শুরু রাজনৈতিক তরজাও।

জানা গিয়েছে,নির্যাতিতা ওই মহিলা থাকেন গলসি এলাকায়। তাঁর স্বামী গত কয়েকদিন ধরে নিখোঁজ ছিলেন। স্বামীকে খুঁজতে শহরে আসেন ওই মহিলা। গত বুধবার বিকালে বর্ধমানে আসেন তিনি। কিন্তু কোথাও স্বামীর খোঁজ না পেয়ে বর্ধমান স্টেশন সংলগ্ন এলাকায় বসেছিলেন তিনি। অভিযোগ, সে সময় আচমকা একটি টোটো এসে দাঁড়ায় তাঁর সামনে। টোটো থেকে কয়েকজন যুবক নেমে এসে তাঁকে জোর করে সেই টোটোতেই তুলে নিয়ে যায়। তার পর একটি নির্জন জায়গায় নিয়ে গিয়ে ওই মহিলাকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ।  শহরের আরেক প্রান্তে সেই মহিলাকে ফেলে দিয়ে যাওয়া হয়।

কয়েকজন স্থানীয় বাসিন্দার চোখে পড়ে অসহায় অবস্থায় রাস্তায় কাতরাচ্ছেন এক মহিলা। তাঁরাই হাসপাতালে নিয়ে যান। খবরে পেয়ে পৌঁছয় পুলিশ-ও। অভিযোগ, রাস্তা থেকে এক মহিলাকে টোটো করে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়। ওই নির্যাতিতা এখন আশঙ্কাজনক অবস্থায় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। এদিকে গণধর্ষণের মামলা শুরু করে বর্ধমান থানার পুলিশ তদন্ত শুরু করেছে। ঘটনায় ইতিমধ্যে ২ অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে বলেও পুলিশ সূত্রে খবর। পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, ধৃতদের শনাক্তকরণের (টিআই প্যারেড) পর তাদের পুলিশ হেফাজতে নেওয়া হবে।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার (পূর্ব বর্ধমান সদর) কল্যাণ সিংহ রায় বলেন, ঘটনার তদন্ত শুরু হয়েছে। পুলিশ সূত্রে জানা যাচ্ছে, নির্যাতিতা ওই মহিলা থাকেন গলসি এলাকায়। তাঁর স্বামীর খোঁজে তিনি বুধবার বিকালে বর্ধমানে আসেন। স্বামীর খোঁজ না পেয়ে বর্ধমান স্টেশন সংলগ্ন এলাকায় বসেছিলেন। অভিযোগ একটি টোটোতে করে কয়েকজন ছেলে এসে তাঁকে জোর করে তুলে নিয়ে যায়। তার পর তাকে নির্জন জায়গায় নিয়ে গিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ।

এদিকে এ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। বিজেপির বর্ধমান দক্ষিণের কনভেনার কল্লোল নন্দনের অভিযোগ, শহরে পুলিশ প্রশাসনের ব্যর্থতায় এই ঘটনা। আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে বলে দাবি করেন তিনি। বলেন, এখানে মহিলাদের নিরাপত্তা নেই। পাল্টা তৃণমূলের জেলা মুখপাত্র প্রসেনজিৎ দাস বিজেপির এই অভিযোগকে উড়িয়ে দেন। জানান, পুলিশ অভিযুুক্তকে গ্রেফতার করেছে। তদন্ত করে বাকি দোষীদেরও গ্রেফতার করা হবে।

আরও পড়ুন: Child Death: ‘আমার কলার টেনে ধরেছিল’, আতঙ্কে চিকিত্‍সক, সদ্যোজাতের মৃত্যুতে ‘তাণ্ডব’ হাসপাতালে!