জমি আন্দোলনের নেতা নিশিকান্ত মণ্ডলের খুনের ঘটনায় বেকসুর খালাস ৮
২০০৭ সাল নাগাদ নন্দীগ্রামে বামেদের বিরুদ্ধে আন্দোলনে প্রথম সারিতে ছিলেন ভূমি আন্দোলনের নেতা নিশিকান্ত মণ্ডল। সেই নিশিকান্ত মণ্ডলকে খুন করে দুষ্কৃতীরা। তা নিয়ে এতদিন কেটে গেলেও বিতর্ক এতটুকু কমেনি। তৃণমূল নেতা নিশিকান্ত মণ্ডলের খুনের মামলায় ৮ জনকে বেকসুর খালাস করল হলদিয়া মহকুমা আদালত।
হলদিয়া: নন্দীগ্রামের জমি আন্দোলনের নেতা নিশিকান্ত মণ্ডলের খুনের ঘটনায় বিচার চলছে এক দশকেরও বেশি সময় ধরে। সেই মামলার শনিবার শুনানি ছিল হলদিয়া মহকুমা আদালতে। ওই মামলায় ৮ জন অভিযুক্তকে বেকসুর খালাসের নির্দেশ দিল হলদিয়া আদালত।
২০০৭ সাল নাগাদ নন্দীগ্রামে বামেদের বিরুদ্ধে আন্দোলনে প্রথম সারিতে ছিলেন ভূমি আন্দোলনের নেতা নিশিকান্ত মণ্ডল। সেই নিশিকান্ত মণ্ডলকে খুন করে দুষ্কৃতীরা। তা নিয়ে এতদিন কেটে গেলেও বিতর্ক এতটুকু কমেনি। তৃণমূল নেতা নিশিকান্ত মণ্ডলের খুনের মামলায় ৮ জনকে বেকসুর খালাস করল হলদিয়া মহকুমা আদালত। শনিবার হলদিয়া আদালতের বিচারক অঞ্জন কুমার সরকার এই রায় ঘোষণা করেন।
২০০৯ সালের ২২ সেপ্টেম্বর আততায়য়ীর গুলিতে খুন হন নিশিকান্ত মণ্ডল। এই মামলার তদন্তে নেমে বাসুদেব মণ্ডল, রীণা প্রধান, ভীম পাত্র, তেলেগু দীপক, শুভ দাস, মধুসূদন মণ্ডল সহ ৮ জনের নামে চার্জশিট জমা দেয় পুলিশ। মামলার আসামী পক্ষের আইনজীবী বিমল মাজি বলেন, “উপযুক্ত স্বাক্ষ্য এবং প্রমাণের অভাবে ৮ জনকে বেকসুর খালাসের রায় দিয়েছেন বিচারক।”