Haldia: জন্মদাতা বাবাকেই মাটিতে ফেলে বেধড়ক মার, গুণধর ছেলের কীর্তি ভাইরাল হতেই নিন্দার ঝড়
Haldia: অজ্ঞাত কারণে জন্মদাতা পিতাকেই মাটিতে ফেলে মারধরের অভিযোগ গুণধর ছেলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে হলদিয়ার দুর্গাচক এলাকায়।
হলদিয়া: যে বাবার হাত ধরে জীবনের বন্ধুর গলিপথে হাঁটতে শেখা, যাঁর কারণে জীবনে বেঁচে থাকার কারণ কারণ খুঁজে পাওয়া এবার সেই বাবাকেই মাটিতে ফেলে মারধরের অভিযোগ উঠল ‘গুণধর’ ছেলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে শিল্প শহর হলদিয়ার (Haldia)। মারধরের এই ভিডিয়ো ভাইরালও হয়েছে সোশ্যাল মিডিয়ায় (Social Media)। যা নিয়ে নিন্দার ঝড় উঠেছে ফেসবুকের (facebook) দেওয়ালে। তবে কী কারণে বিবাদ তা এখনও স্পষ্ট হয়নি। কিন্তু, যেভাবে বৃদ্ধ বাবা নিজের ছেলের হাতেই লাঞ্ছিত হচ্ছেন তা দেখে শিউরে উঠছেন সকলে। এ ভাবে নিজের বাবাকে কেউ মারতে পারে তা ভেবেই অবাক হচ্ছেন সকলে।
ছবিতে দেখা যাচ্ছে বৃদ্ধ বাবাকে শুধু গায়ে হাত তুলেই ক্ষান্ত হয়নি ছেলে। তাঁকে মাটিতে ফেলে টানতে টানতে নিয়ে যাওয়া গচ্ছে। সূত্রের খবর, বৃদ্ধের বাড়ি হলদিয়া পুরসভার ১১ নং ওয়ার্ডের দুর্গাচক থানার হলদিয়া হাইস্কুল এলাকায়। আক্রান্ত বৃদ্ধের নাম মন্টু মিস্ত্রি(৭০)। ছেলের নাম সঞ্জয় মিস্ত্রি। শনিবার সন্ধ্যেবেলাই প্রথম ফেসবুকে ভাইরাল হয় ভিডিয়োটি। সোশ্যাল মিডিয়ার পাশাপাশি এলাকার মানুষেরাও এ ভিডিয়ো থেকে স্তম্ভিত হয়ে গিয়েছেন।
সম্প্রতি একই ঘটনার প্রতিচ্ছবি দেখতে পাওয়া গিয়েছে নদিয়ার শান্তিপুরে। স্ত্রীর চিকিৎসার জন্য ছেলের কাছে টাকা চাইতে গেলে বাবার গায়ে হাত তোলার অভিযোগ ওঠে ছেলের কাছে। বোনের উপরেও হাত তোলার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। এদিকে এ ঘটনার বিচার চেয়ে ইতিমধ্যেই থানার দ্বারস্থ হয়েছেন আক্রান্ত বাবা-মেয়ে। ঘটনাটি ঘটেছে শান্তিপুর থানা এলাকার বাগআঁচড়া কুলে সাহাপাড়া এলাকায়। যদিও শেষ পাওয়া আপডেটে জানা যাচ্ছে এখনও পর্যন্ত হলদিয়ার ঘটনায় থানায় কোনও অভিযোগ দায়ের হয়নি।