Attempt To Murder: কারেন্ট অফ্, শ্বশুরবাড়িতে স্ত্রীর ওপর ঝাঁপিয়ে পড়লেন স্বামী! খুবলে গেল গালের মাংস

Purbo Medinipur: আমিনা খাতুন দু'বছরের একটি শিশু কন্যাকে নিয়ে বাঁকা গাজীপুরে বাবার বাড়িতে ছিল। হঠাৎ তাঁর স্বামী হাবিবুল্লা এবং তার দু'জন বন্ধু আমিনার বাবার বাড়িতে এসে বাড়ির ইলেকট্রিকের জাম্পার ফেলে ভোজালি দিয়ে খুন করার চেষ্টা করে।

Attempt To Murder: কারেন্ট অফ্, শ্বশুরবাড়িতে স্ত্রীর ওপর ঝাঁপিয়ে পড়লেন স্বামী! খুবলে গেল গালের মাংস
আক্রান্ত স্ত্রী Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Mar 15, 2024 | 9:14 AM

পূর্ব মেদিনীপুর: স্ত্রী চেয়েছিলেন বিয়ে ভাঙতে। সন্তানকে নিয়ে বাবার বাড়িতে চলে এসেছিলেন স্ত্রী। বিবাহ বিচ্ছেদ মামলাও ফাইল করেন। রাগে ক্ষোভে শ্বশুরবাড়িতে গিয়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে স্ত্রীকে ভোজালি দিয়ে কোপ মারার অভিযোগ ওঠে এক ব্যক্তির বিরুদ্ধে।  মর্মান্তিক ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের মহিষাদলের বাঁকা গাজীপুর গ্রামে। স্থানীয় সূত্রে খবর, আমিনা খাতুনের  স্বামীর নাম শেখ হাবিবুল্লা। তাঁর বাড়ি মহিষাদল থানার অন্তর্গত কাঞ্চনপুর গ্রামে।

আমিনা খাতুন দু’বছরের একটি শিশু কন্যাকে নিয়ে বাঁকা গাজীপুরে বাবার বাড়িতে ছিল। হঠাৎ তাঁর স্বামী হাবিবুল্লা এবং তার দু’জন বন্ধু আমিনার বাবার বাড়িতে এসে বাড়ির ইলেকট্রিকের জাম্পার ফেলে ভোজালি দিয়ে খুন করার চেষ্টা করে।

আমিনার গালের চামড়া খুবলে উড়ে গিয়েছে। বাঁ হাতে কনুয়েইর কাছে মাংস একটাই উঠে গিয়েছে, হাড় বেরিয়ে গিয়েছে। বর্তমানে আমিনা খাতুন রক্তাক্ত অবস্থায় তমলুক মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

ওই মহিলার মা ও বৌদি জানিয়েছেন, হাবিবুল্লা প্রতিনিয়ত মদ খেয়ে এসে আমিনা খাতুনের উপর মারধর করতেন। হাবিবুল্লার অত্যাচারে আমিনা খাতুন বাবার বাড়িতে দু বছরের কন্যা শিশুকে নিয়ে  আশ্রয় নেন । বিবাহ বিচ্ছেদের জন্য একটি মামলার প্রস্তুতিও চলতে থাকে বলে প্রতিবেশীরা জানিয়েছেন। এমনি ঘটনার তথ্যে মহিষাদল ব্লকের বিডিও ও মহিষাদল থানার পুলিশকে জানানো হয়েছিল বলে খবর।