Nandigram BJP: এখনও প্রার্থী ঘোষণা হয়নি, লোকসভার জন্য নন্দীগ্রামে দেওয়াল লিখন শুরু বিজেপির

Nandigram: বস্তুত, এর আগে শুভেন্দু অধিকারী বারংবার বলেছিলেন লোকসভা ভোটে কাঁথি-তমলুকে মুখ্য়মন্ত্রীকে গুণে গুণে হারাবেন। এরপর আজ আবার দেওয়াল লিখন। ফলত রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এই জেলায় কিছুটা হলেও আত্মবিশ্বাসী পদ্মশিবির।

Nandigram BJP: এখনও প্রার্থী ঘোষণা হয়নি, লোকসভার জন্য নন্দীগ্রামে দেওয়াল লিখন শুরু বিজেপির
নন্দীগ্রামে দেওয়াল লিখন বিজেপিরImage Credit source: Tv9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Dec 11, 2023 | 6:52 PM

নন্দীগ্রাম: আসন্ন লোকসভা নির্বাচন। তার আগে মাঠে নেমে পড়েছে শাসক থেকে বিরোধী সকল শিবির। তবে প্রচারের ক্ষেত্রে নন্দীগ্রামে কিছুটা এগিয়ে গেল বিজেপি। ২০২৪ লোকসভা নির্বাচনে ভারতের জনতা পার্টির পক্ষে প্রার্থী সমর্থনে এবং তাঁকে জয়ী করার জন্য নন্দীগ্রামের বয়াল ২ গ্রাম পঞ্চায়েতের রামচক গ্রামে শুরু হল দেওয়াল লিখন। এখনও প্রার্থী তালিকা ঘোষণা হয়নি। তার আগেই এই দেওয়াল লিখন কার্যত শোরগোল ফলেছে রাজনৈতিক মহলে। বস্তুত, এর আগে শুভেন্দু অধিকারী বারংবার বলেছিলেন লোকসভা ভোটে কাঁথি-তমলুকে মুখ্য়মন্ত্রীকে গুণে গুণে হারাবেন। এরপর আজ আবার দেওয়াল লিখন। ফলত রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এই জেলায় কিছুটা হলেও আত্মবিশ্বাসী পদ্মশিবির।

বিজেপি নেতা চন্দ্রকান্ত মণ্ডল সহ কর্মী সমর্থকদের দাবি, তমলুক লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী বিপুল ভোটে জয়ী হবে। তার সঙ্গে নন্দীগ্রামে ৬০ থেকে ৬২ হাজার লিড দেবে বিজেপি। যদিও, পঞ্চায়েত নির্বাচনের ফলাফল বলছে অন্য কথা। নন্দীগ্রামে জেলা পরিষদের নীরিখে তৃণমূল কংগ্রেস এগিয়েছিল। তবে কর্মী সমর্থকদের দাবি লোকসভা নির্বাচন হবে কেন্দ্র বাহিনী দিয়ে। গণনা কেন্দ্র থাকবে কেন্দ্রীয় বাহিনী। তাই তৃণমূল কোনও ভাবেই কারচুপি করতে পারবে না। আর এই বিশ্বাসেই ভরপুর পদ্ম শিবির।

তবে গেরুয়া শিবিরের এই কর্মসূচিকে তীব্র কটাক্ষ করেছে রাজ্যের শাসকদল তৃণমূল। নন্দীগ্রাম ১ব্লক তৃণমূলের সভাপতি বাপ্পাদিত্য গর্গ বলেন, “বিজেপি ধর্মের ভিত্তিতে জবাব দেবে। বাংলার মানুষ এর জবাব দেবে এই নির্বাচনে।”