Nandigram: ‘নন্দীগ্রাম থানা শাসকদলের পার্টি অফিস’, BJP-র দাবি ‘মেনেও নিল’ TMC

Nandigram: এই গ্রেফতারের প্রতিবাদ ও তৃণমূল কংগ্রেসের অঙ্গুলিহেলনের পুলিশ চলছে এমনই অভিযোগ তুলে এদিন নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত আধিকারিকের কাছে নন্দীগ্রাম বিজেপির পক্ষ থেকে প্রতিবাদ সরুপ ডেপুটেশন দেওয়া হয়।

Nandigram: 'নন্দীগ্রাম থানা শাসকদলের পার্টি অফিস', BJP-র দাবি 'মেনেও নিল' TMC
নন্দিগ্রাম থানা Image Credit source: Tv9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Dec 20, 2023 | 8:09 AM

নন্দীগ্রাম: শুধুমাত্র বিজেপি কর্মীদেরই বেছে গ্রেফতার হচ্ছ। সেই প্রতিবাদে থানায় ডেপুটেশন জমা দিতে গিয়ে বিজেপির তমলুক জেলার সাধারণ সম্পাদক মেঘনাথ পাল হুংকার দিয়ে বললেন, “এটা তৃণমূল কংগ্রেসের বড় পার্টি অফিস,তার সভাপতি হল এখানকার আইসি।”

প্রসঙ্গত, বিজেপির বুথ সভাপতিকে গ্রেপ্তারের প্রতিবাদে মঙ্গলবার নন্দীগ্রাম থানায় ডেপুটেশন দেয় ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব। গত ১৭ই ডিসেম্বর রাতে তৃণমূল কংগ্রেসের একজন কর্মীকে মারধরের অভিযোগে নন্দীগ্রামের সোনাচূড়া গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে বিজেপির বুথ সভাপতি সিদ্ধেশ্বর পালকে পুলিশ গ্রেফতার করেছিল। পুলিশি গ্রেফতারের প্রতিবাদে গতকাল ১৮ ডিসেম্বর সকাল থেকে লাগাতার পথ অবরোধ বিক্ষোভ কর্মসূচি পালন করে বিজেপি। ওই বুথ সভাপতিকে গতকাল হলদিয়া আদালত সাত দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক।

এই গ্রেফতারের প্রতিবাদ ও তৃণমূল কংগ্রেসের অঙ্গুলিহেলনের পুলিশ চলছে এমনই অভিযোগ তুলে এদিন নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত আধিকারিকের কাছে নন্দীগ্রাম বিজেপির পক্ষ থেকে প্রতিবাদ সরুপ ডেপুটেশন দেওয়া হয়। সেই ডেপুটেশন কর্মসূচিতে এসে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিজেপির তমলুক সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক মেঘনাদ পাল বলেন, “এখানে এইযে থানা দেখছেন, এটা তৃণমূল কংগ্রেসের বড় পার্টি অফিস,তার সভাপতি হল এখানকার আইসি।”

অপরদিকে বিজেপির ডেপুটেশনকে কটাক্ষ করেছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি বাপ্পাদিত্য গর্গ কটাক্ষ করে বলেন, “এ রাজ্যের রাজ্যপাল যদি পদ্মপাল হয়, এ রাজ্যের রাজভবন যদি বিজেপির সদর দফতরে পরিণত হয়,একথা যদি ওনারা মেনে নেয়, তাহলে আমাদেরও মেনে নিতে অসুবিধা নেই নন্দীগ্রাম থানা তৃণমূলের ব্লক কার্যালয়”