Haldia Protest: হলদিয়া বন্দরের গেটে শ্রমিক বিক্ষোভ, প্রয়োজনে মমতা-অভিষেকের দ্বারস্থ হওয়ার ঘোষণা

Haldia Protest: তাঁদের অভিযোগ, তাদের কাজ না দিয়ে অন্য সংস্থাকে কাজ দেওয়া হচ্ছে। দীর্ঘ ২০,২৫ বছর কাজ করেও এখন তাঁরা কাজ পাচ্ছে না। ফলে বেশ সমস্যায় পড়েছে শ্রমিকরা। তাঁদের যাতে কাজ দেওয়া হয় তার দাবি জানানো হয়েছে বন্দর কর্তৃপক্ষের কাছে।

Haldia Protest: হলদিয়া বন্দরের গেটে শ্রমিক বিক্ষোভ, প্রয়োজনে মমতা-অভিষেকের দ্বারস্থ হওয়ার ঘোষণা
হলদিয়া বন্দরের গেটে শ্রমিক বিক্ষোভImage Credit source: Tv9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Dec 19, 2023 | 7:16 PM

হলদিয়া: হলদিয়া বন্দর নিয়ে বিক্ষোভ অব্যাহত। দীর্ঘ প্রায় কুড়ি থেকে পঁচিশ বছর ধরে হলদিয়া বন্দরের কার্গো লোডিং ও আনলোডিংয়ের কাজের সঙ্গে যুক্ত ছিলেন এক বেসরাকরি সংস্থার কয়েকশো শ্রমিক। সম্প্রতি তাঁদের কাজ দেওয়া হচ্ছে না। গেট পাস কেড়ে নেওয়া হচ্ছে। এর প্রতিবাদে মঙ্গলবার হলদিয়া বন্দরের গেটের সামনে শান্তিপূর্ণ অবস্থান ও প্রতিবাদ সভা করে ওই সংস্থার কয়েকশ শ্রমিক।

তাঁদের অভিযোগ, তাদের কাজ না দিয়ে অন্য সংস্থাকে কাজ দেওয়া হচ্ছে। দীর্ঘ ২০,২৫ বছর কাজ করেও এখন তাঁরা কাজ পাচ্ছে না। ফলে বেশ সমস্যায় পড়েছে শ্রমিকরা। তাঁদের যাতে কাজ দেওয়া হয় তার দাবি জানানো হয়েছে বন্দর কর্তৃপক্ষের কাছে।

এ দিন, হলদিয়া বন্দরের এক নম্বর গেটের সামনে অবস্থান বিক্ষোভ দেখান কর্মীরা। আগামী দিনে হলদিয়া বন্দরের প্রশাসনিক ভবনেও বিক্ষোভ প্রদশর্নের চিন্তাভাবনা রয়েছে তাঁদের। পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করার পরিকল্পনা রয়েছে শ্রমিকদের। বন্দর কর্তৃপক্ষ যদি তাঁদের দাবি দাওয়া মান্যতা না দেয় তাহলে পরিবারের সদস্যদের নিয়ে রাস্তায় নেমে বৃহত্তর আন্দোলনে নামবেন তাঁরা।

বিগত কয়েকমাস ধরে ওই কোম্পানি কর্তৃপক্ষ বন্দরে কাজ না পেলেও শ্রমিকদের বেতন দিয়ে যাচ্ছেন সঠিক সময়ে। আজকের এই অবস্থান বিক্ষোভে কোনও অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তার জন্য বন্দরের গেটে বন্দর কর্তৃপক্ষ কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে রেখেছিল আগে থেকেই। সমগ্ৰ ঘটনায় শ্রমিকদের পাশাপাশি  কর্তৃপক্ষ মতামত প্রকাশ করলেও এই বিষয়ে হলদিয়া বন্দর কর্তৃপক্ষ কোনও মন্তব্য করতে চাননি।