Suvendu Adhikari: ‘পশ্চিমবঙ্গের বাংলাদেশ হতে আর বেশি দেরি নেই,’ বিস্ফোরক শুভেন্দু
Suvendu Adhikari attacks Mamata Banerjee: "কপিলমুনি আশ্রমের প্রধান মহান্তকে আড়লে নিয়ে গিয়ে কিছু প্রতিশ্রুতি দিয়েছেন (পড়ুন মুখ্যমন্ত্রী)। তাই তিনি আগামীর প্রধানমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হবে বলে বলেছেন।''
পূর্ব মেদিনীপুর: একুশের পুরভোট হোক কিংবা তার পরে একাধিক রাজনৈতিক সভা, বহুবার বাংলা বাংলাদেশ হয়ে যাবে বলে কটাক্ষ করেছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। কিছুদিন আগে বাংলাদেশের ঘটনা প্রসঙ্গে কেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিবৃতি দিচ্ছেন না, এ নিয়েও কটাক্ষ করতে শোনা গিয়েছে তাঁকে। এবার রাজ্যের বিরোধী দলনেতা দাবি করলেন, পশ্চিমবঙ্গের বাংলাদেশে পরিণত হতে আর বেশি দেরি নেই! হঠাৎ কেন এই মন্তব্য?
ঠিক কী বলেছেন শুভেন্দু?
বুধবার মহিষাদলের জগৎপুরে হিন্দু জাগরণ মঞ্চের উদ্যোগে বিশ্বশান্তি যজ্ঞ অনুষ্ঠানে উপস্থিত হয়েোছিলেন নন্দীগ্রামের বিধায়ক তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেখানে তিনি মন্তব্য় করেন,”পশ্চিমবঙ্গ বাংলাদেশে পরিণত হতে বেশি দেরি নেই।” পাশাপাশি তাঁর সংযুক্তি, “কপিলমুনি আশ্রমের প্রধান মহান্তকে আড়লে নিয়ে গিয়ে কিছু প্রতিশ্রুতি দিয়েছেন (পড়ুন মুখ্যমন্ত্রী)। তাই তিনি আগামীর প্রধানমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হবে বলে বলেছেন।” শুভেন্দুর আরও দাবি, “আগামী দিনে সানাতনীদের জাগ্রত না হলে কোনও উপায় নেই। ঐক্যবদ্ধ হতে হবে। এগিয়ে আসতে হবে সবাইকে”।
কী বলেছিলেন মহান্ত?
মমতার প্রধানমন্ত্রী হওয়া কেউ আটকাতে পারবে না, মঙ্গলবার কপিলমুনি আশ্রমের মহান্ত মমতার পাশে দাঁড়িয়ে এমনই মন্তব্য করেন। মঙ্গলবার গঙ্গাসাগর সফরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেখানে মমতার ভূয়সী প্রশংসা করেন কপিলমুনি আশ্রমের প্রধান জ্ঞানদাস মহান্ত। তাঁর কথায়, “প্রধানমন্ত্রী হওয়া থেকে মমতাকে কেউ রুখতে পারবে না। তাঁকেই প্রধানমন্ত্রী দেখতে চাই আমরা।”
আর মমতা কেন্দ্রের বিরুদ্ধে তোপ দেগে অনুযোগের সুরে বলেন, “এই মেলা কুম্ভ মেলার চেয়ে কোনও কম পবিত্র নয়। কথায় বলে, সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। আমরা বহুবার কেন্দ্রীয় সরকারকে চিঠি লিখে আবেদন জানিয়েছি, এই মেলাকে জাতীয় স্বীকৃতি দেওয়া হোক। কিন্তু কোনও সাড়া পাইনি। একে দ্রুতই জাতীয় মেলা ঘোষণা করা উচিত বলে মনে করি।”
আর এ নিয়ে বঙ্গ বিজেপির তরফে কটাক্ষ করা হয়, “ভাল কথা। সবাই এক কথা তো বলবেন না। সারা দেশের সাধু নতুন ভারত দেখছেন, ইনি আলাদা বলতেই পারেন। রাজ্য সরকার আশ্রমে অনেক কিছু দেয়। তৃণমূলকে জয়ী করতে যা যা করার কমিশন করছে। শাখা সংগঠন যা করে, নির্বাচন কমিশন তাই করছে। সব ঠিকই করছে, এটাই কাম্য। এটাই করার কথা”। এবার এ নিয়ে সুর চড়ালেন শুভেন্দু অধিকারী। এখন এ নিয়ে তৃণমূল কী প্রতিক্রিয়া দেয় সেটাই দেখার।