Tamluk: তমলুকে জয় জয়কার বিজেপির, তৃণমূলকে হারিয়ে শুধুই গেরুয়া আবির

Purba Medinipur: ফল প্রকাশের পর দেখা যায় বিজেপি ৮ টি আসনে জয়লাভ করেছে। তৃণমূল পেয়েছে ঠিক তার অর্ধেক আসন। ৪টিতে জিতেছে তারা। পদুমপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতিতে মোট ভোটার সংখ্যা ৫৪৫ জন। ৫টি গ্রাম পদুমপুর, ঘোড়াঠাকুরিয়া, ধূর্পা, রাজগোদা এবং পোলন্দা- সমবায় সমিতির মধ্যে পড়ে।

Tamluk: তমলুকে জয় জয়কার বিজেপির, তৃণমূলকে হারিয়ে শুধুই গেরুয়া আবির
Follow Us:
| Edited By: | Updated on: Mar 13, 2024 | 9:17 PM

পূর্ব মেদিনীপুর: তমলুক লোকসভা কেন্দ্রে এবার জোরদার লড়াই। সেই আবহে সমবায় নির্বাচনে ধাক্কা খেল তৃণমূল। জয়জয়কার বিজেপির। তমলুকের শহিদ মাতঙ্গিনী ব্লকের পদুমপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচন ছিল বুধবার। ১২টি আসনে এই ভোট হয়। তৃণমূল, বিজেপি, সিপিএম ভোটে প্রতিদ্বন্দ্বিতা করে।

ফল প্রকাশের পর দেখা যায় বিজেপি ৮ টি আসনে জয়লাভ করেছে। তৃণমূল পেয়েছে ঠিক তার অর্ধেক আসন। ৪টিতে জিতেছে তারা। পদুমপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতিতে মোট ভোটার সংখ্যা ৫৪৫ জন। ৫টি গ্রাম পদুমপুর, ঘোড়াঠাকুরিয়া, ধূর্পা, রাজগোদা এবং পোলন্দা- সমবায় সমিতির মধ্যে পড়ে। বিজেপি কর্মী সমর্থকদের দাবি, লোকসভা ভোটের আবহে এই ফল দারুণ উৎসাহ জোগাবে দলীয় কর্মী সমর্থকদের।

তমলুকে তৃণমূল প্রার্থী করেছে দেবাংশু ভট্টাচার্যকে। জোর কদমে প্রচার করছেন তিনি। লাগাতার জনসংযোগে তৃণমূলের এই তরুণ তুর্কি। বিজেপি এখনও এখানে প্রার্থীর নাম ঘোষণা করেনি। তবে অভিজিৎ গঙ্গোপাধ্যায় ইতিমধ্যেই সেখানে প্রচার করছেন। তাঁর নামে দেওয়াল লিখনও হয়েছে। বিজেপি এই আসন পেতে মরিয়া। তৃণমূলও তমলুক ধরে রাখতে জোর লড়াই করছে। এই আবহে সমবায় সমিতির ভোটে বিজেপির জয় আলাদ অক্সিজেন জোগাচ্ছে বিজেপি কর্মী সমর্থকদের।