Suvendu on Mamata: ‘কারোর নাগরিকত্ব গেলে আমি ইস্তফা দেব’,মমতাকে খোলা চ্যালেঞ্জ শুভেন্দুর
CAA: মুখ্যমন্ত্রী বারবার বলেছেন CAA-র সঙ্গে NRC যুক্ত। তিনি বলেছেন, "আপনারা দরখাস্ত করলে সব নাগরিকত্ব বাতিল করে দেবে। অধিকার বাতিল করে দেবে। এটা এনআরসি-র সঙ্গে কানেকটেড। আপনাদের ডিটেনশান ক্যাম্পে নিয়ে যাবে। এই দরখাস্ত করার আগে বারবার ভাববেন।"
মেদিনীপুর: নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধিতা করে বারবার রাস্তায় নেমেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি, হাবড়ার সভা থেকে তিনি আবারও সুর চড়িয়ে বলেছেন প্রয়োজনে তিনি নিজের জীবন দিয়ে দেবেন কিন্তু ডিটেনশন ক্যাম্প বাংলায় করতে দেবেন না। এমনকী সিএএ ফর্ম ফিলাপ করার আগেও সাবধান বাণী করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। এই পরিস্থিতির মধ্যেই এবার মমতাকে খোলা চ্যালেঞ্জ ছুড়লেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
মুখ্যমন্ত্রী বারবার বলেছেন CAA-র সঙ্গে NRC যুক্ত। তিনি বলেছেন, “আপনারা দরখাস্ত করলে সব নাগরিকত্ব বাতিল করে দেবে। অধিকার বাতিল করে দেবে। এটা এনআরসি-র সঙ্গে কানেকটেড। আপনাদের ডিটেনশান ক্যাম্পে নিয়ে যাবে। এই দরখাস্ত করার আগে বারবার ভাববেন।” এরপরই তোপ দাগেন শুভেন্দু। তিনি সরাসরি চ্যালেঞ্জ জানিয়ে বলেন, “CAA চালু হওয়ার পর কারোর নাগরিকত্ব গেলে আমি বিধায়ক পদ থেকে ইস্তফা দেব। না হলে আপনি দেবেন তো?” তিনি আশ্বাস দিয়ে বলেছেন, CAA লাগু হলে কারোর নাগরিকত্ব যাবে না।
এ দিকে, আজ কেন্দ্রীয় স্বারাষ্ট্রমন্ত্রী অমিত শাহও কটাক্ষ করেছেন মুখ্যমন্ত্রীকে। মমতার উদ্দেশে তিনি বলেন, “জাতীয় নিরাপত্তা সংক্রান্ত এমন একটি ইস্যুতে আপনি রাজনীতি করছেন। আপনি যদি এভাবে তোষণের রাজনীতি করতে থাকেন আর শরণার্থীদের নাগরিকত্ব দিতে না চান, তাহলে মানুষ আপনার পাশে আর থাকবে না।” প্রসঙ্গত, ২০১৯ সালে সংসদে পাশ হয় নাগরিকত্ব সংশোধনী বিল এবং তা আইনে পরিণত হয়। সিএএ আইনের মূল বিষয় হল ২০১৪ সালের মধ্যে পাকিস্তান, আফগানিস্তান কিংবা বাংলাদেশ থেকে আসা হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, শিখ ও পারসিদের ভারতীয় নাগরিকত্ব দেওয়া।