Egra: ছড়িয়ে মাংসপিণ্ড, কব্জি গিয়েছে উড়ে, বেড়ায় ঝুলছে আঙুল, হাড়হিম ঘটনা এগরায়

Egra Blast: এ দিকে, এই ঘটনার পর তড়িঘড়ি এলাকায় ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। ওই ব্যক্তিকে উদ্ধার করে এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। ওই ব্যক্তির অবস্থার অবনতি হওয়ায় তাঁকে কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

Egra: ছড়িয়ে মাংসপিণ্ড, কব্জি গিয়েছে উড়ে, বেড়ায় ঝুলছে আঙুল, হাড়হিম ঘটনা এগরায়
কান্নায় ভেঙে পড়ল পরিবারImage Credit source: Tv9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Jan 22, 2024 | 2:57 PM

খাদিকুল: পূর্ব মেদিনীপুরের খাদিকুলে বোমা বিস্ফোরণের পর এবার বর্তনা। বেড়া বানানোর সময় টিনের কৌটোয় হাত লাগতেই বিপত্তি। বোমা বিস্ফোরণের হয়ে উড়ে গেল প্রৌঢ়ের হাত। তাঁর চোখ ও মুখমণ্ডল একদম রক্তাক্ত। রবিবার বেলা প্রায় ১০টা ১৫ মিনিট নাগাদ ঘটনাটি ঘটেছে এগরা থানার ও এগরা ১ ব্লকের বরিদা গ্রাম পঞ্চায়েতের বর্তনা গ্রামের।

এলাকাবাসী সূত্রে খবর, আহতের নাম শেখ রাইজুদ্দিন (৫৫)। জানা গিয়েছে, গতকাল সাত সকালে তিনি কাজে বেরিয়েছিলেন। এরপর নিজের জায়গার রাস্তার পাশে বাঁশের বেড়া বাঁধছিলেন। ঠিক সেইসময় ঘটল ভয়ঙ্কর বিপত্তি। আচমকাই রাইজুদ্দিনের হাতে একটি কৌটো লাগে। আর সঙ্গে-সঙ্গে ঘটে বিস্ফোরণ। মুহূর্তেই বিস্ফোরণে উড়ে যায় হাতের কব্জি। বাঁশের বেড়ায় ঝুলছিল আঙুল। একটা চোখ একেবারেই নষ্ট হয়ে গিয়েছে ওই ব্যক্তির। ছড়িয়ে ছিটিয়ে ছিল মাংসের পিন্ড।

এ দিকে, এই ঘটনার পর তড়িঘড়ি এলাকায় ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। ওই ব্যক্তিকে উদ্ধার করে এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। ওই ব্যক্তির অবস্থার অবনতি হওয়ায় তাঁকে কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

টনার খবর পেয়ে এদিন বেলার দিকে ঘটনাস্থলে সরজমিনে তদন্তে আসেন এগরা থানার আইসি স্বপন কুমার গোস্বামী-সহ তদন্তকারীক আধিকারিকেরা। এই বিষয়ে এলাকার বাসিন্দা সালমা বিবি জানিয়েছেন, “কাজ করার সময় হঠাৎই এই ঘটনা ঘটেছে। এর আগে এই এলাকায় কখনো এমন ঘটেনি। তবে গোটা ঘটনার সিবিআই তদন্ত হোক এটাই আমরা চাইছি।” এ প্রসঙ্গে গ্রাম প্রধান সিদ্ধেশ্বর বেরা বলেছেন তিনি ঘটনা শুনেছেন। বলেন, “কেউ কারা ওটা লুকিয়ে রেখেছিল হয়ত হিংসার জন্য। পুলিশ প্রশাসন এবং বিডিওকে বিষয়টি জানানো হয়েছে। বিষয়টি আরও গভীরে গিয়ে জানার চেষ্টা করব।”