Nandigram: নন্দীগ্রামে বিজেপি নেতার বাড়িতে এক গামলা বোমা! খবর পেতেই ছুটল বোম্ব স্কোয়াড

Nandigram: স্থানীয় সূত্রে জানা গিয়েছিল, নন্দীগ্রাম ২ ব্লকে গোকুল বেরার বাড়িতে বোমা বাঁধার কাজ চলছিল। তখনই আচমকা কয়েকটি বোমা ফেটে যায়। গুরুতর আহত হন ৩ জন। খবর পেয়েই ঘটনাস্থলে যায় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী।

Nandigram: নন্দীগ্রামে বিজেপি নেতার বাড়িতে এক গামলা বোমা! খবর পেতেই ছুটল বোম্ব স্কোয়াড
প্রতীকী ছবিImage Credit source: Facebook
Follow Us:
| Edited By: | Updated on: Jun 06, 2024 | 7:34 PM

নন্দীগ্রাম: ভোট মিটেছে, কিন্তু হিংসার যেন বিরাম নেই। ভাঙড় থেকে নন্দীগ্রাম সর্বত্রই একই ছবি। একদিন আগে নন্দীগ্রামের টাকাপুরায় বিজেপি নেতার বাড়িতে বোমা বিস্ফোরণ হয়। এবার সেখানেই গেল বোম্ব স্কোয়াড। স্থানীয় সূত্রে জানা গিয়েছিল, নন্দীগ্রাম ২ ব্লকে গোকুল বেরার বাড়িতে বোমা বাঁধার কাজ চলছিল। তখনই আচমকা কয়েকটি বোমা ফেটে যায়। গুরুতর আহত হন ৩ জন। খবর পেয়েই ঘটনাস্থলে যায় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। এরইমধ্যে এবার বৃহস্পতিবার দুপুরে টাকাপুরায় যায় বোম্ব স্কোয়াড। ওই জায়গা থেকে উদ্ধার হয় এক গামলা বোমা। 

সূত্রের খবর, আনুমানিক প্রায় ২০ থেকে ২৫টি বোমা উদ্ধার হয় ওই বিজেপি নেতার বাড়ি থেকে। এদিকে একদিন আগের বোমা বিস্ফোরণে জখম হয়েছিলেন গোকুল বেরা, তপন ঢালী, শুভাশিস গায়েন। সকলেই চিকিৎসাধীন। তপন ঢালীর অবস্থা খুবই সঙ্কটজনক বলে জানা যাচ্ছে। বর্তমানে তিনি তমলুক মেডিক্যাল কলেজে ভর্তি রয়েছেন। সমগ্র ঘটনার তদন্ত শুরু করেছে নন্দীগ্রাম থানার পুলিশ। 

এদিকে বোমা উদ্ধারের ঘটনায় ইতিমধ্যেই তৃণমূলের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ করেছে পদ্ম শিবির। বিজেপি নেতা প্রলয় পালের দাবি, “ইচ্ছাকৃতভাবে এক বিজেপি কর্মীর বাড়িতে বোমা ঢুকিয়ে নাটকীয় পরিস্থিতি তৈরি করা হয়েছে। ওই ঘটনায় বিজেপি কোনওভাবেই জড়িত নয়।”