Dev: ছেড়ে দিয়েছিলেন সব, ভোট মিটতেই ফের হারানো পদে বহাল দেব

Dev: গত ফেব্রুযারি মাসের ৩ তারিখে পশ্চিম মেদিনীপুর জেলা শাসকের কাছে চিঠি দিয়ে সেই ইস্তফার কথা জানিয়েছিলেন তিনি। তিনটি পদ হল- ঘাটালের বীরসিংহ উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম্যান পদ, ঘাটাল মহকুমা হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পদ ও ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি পদ।

Dev: ছেড়ে দিয়েছিলেন সব, ভোট মিটতেই ফের হারানো পদে বহাল দেব
দেব (ফাইল ছবি)Image Credit source: Facebook
Follow Us:
| Edited By: | Updated on: Aug 10, 2024 | 8:45 AM

ঘাটাল: লোকসভা নির্বাচনের আগে একসঙ্গে তিনটি পদ থেকে ইস্তফা দিয়েছিলেন দেব। নির্বাচনে জয়ের পর এবার সেই সব পদ ফিরে পেলেন ঘাটালের সাংসদ। লোকসভা নির্বাচনের আগে একসঙ্গে পরপর তিনটি পদে ইস্তফা দিয়েছিলেন ঘাটালের সাংসদ। গত ফেব্রুযারি মাসের ৩ তারিখে পশ্চিম মেদিনীপুর জেলা শাসকের কাছে চিঠি দিয়ে সেই ইস্তফার কথা জানিয়েছিলেন তিনি।

তিনটি পদ হল- ঘাটালের বীরসিংহ উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম্যান পদ, ঘাটাল মহকুমা হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পদ ও ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি পদ।

দেবের পদ ফিরে পাওয়ার খবর শুনেই কটাক্ষের সুর বিরোধীদের গলায়। দেবের পদ পাওয়া প্রসঙ্গে ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট বলেন, “হাসপাতালে যা বেহাল অবস্থা, সে দিকে কোনও নজর নেই। তৃণমূল আইন মানেন না। তৃণমূল তৃণমূলের আইন চালায়।’ সাধারণ মানুষ বা রোগীরা পরিষেবা পাচ্ছেন না বলেও দাবি করেন তিনি।

দেবের পদ ফিরে পাওয়ার পর পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সাস্থ্য কর্মাধ্যক্ষ শেখ আবুকালাম বক্স বলেন, “নির্বাচন কমিশনের বিধি মেনে কিছু জায়গা থেকে পদত্যাগ করতে হয়েছিল। ঘাটালের মতো একটি জনবহুল এলাকায় স্বাস্থ্যকেন্দ্রে আবারও রোগী কল্যাণ দফতরের চেয়াম্যান হয়েছেন দেব।”

ভোটের আগে দেব তিনটি পদে ইস্তফা দেওয়ায় তৈরি হয়েছিল অনেক জল্পনা তৈরি হয়েছিল। তবে সেই পদ আবার ফিরে পাচ্ছেন দেব।