Digha: ঘনিষ্ঠ মুহূর্তেও স্বামী বলে ফেলেছিলেন সেই শব্দ, দিঘায় হানিমুনে গিয়ে হোটেলের ছাদ থেকে ঝাঁপ নববধূর! কী সেই শব্দ?

Digha: ঔরঙ্গাবাদ থেকে রাধা কুমারী ও তাঁর স্বামী নবনিতের সঙ্গে দিঘায় বেড়াতে যান । তাঁরা নিউ দিঘার একটি হোটেলে ওঠেন। আর গতরাতে প্রায় ন'টা নাগাদ স্বামী ও স্ত্রীর মধ্যে ঝগড়া বাধে। তখনই ওই হোটেলের তিন তলা থেকে ওই মহিলা ঝাঁপ দেওয়ার চেষ্টা করেন ।

Digha: ঘনিষ্ঠ মুহূর্তেও স্বামী বলে ফেলেছিলেন সেই শব্দ, দিঘায় হানিমুনে গিয়ে হোটেলের ছাদ থেকে ঝাঁপ নববধূর! কী সেই শব্দ?
দিঘায় পর্যটকের আত্মহত্যার চেষ্টাImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Mar 07, 2024 | 1:29 PM

দিঘা: ঔরঙ্গাবাদে বাড়ি। বিয়ে হয়েছে এক মাস। মধুচন্দ্রিমা কাটাতে নবদম্পতি এসেছিলেন দিঘায়। সমুদ্র স্নানও করেন, সন্ধ্যা বিচ-ভ্রমণ। কিন্তু তারপর রাতেই অশান্তি। হঠাৎ করে হোটেলের ছাদে উঠে যান ওই মহিলা। পিছন পিছন ছুটে গিয়েছিলেন স্বামীও। ছাদ থেকে ঝাঁপ দেওয়ার চেষ্টা করেন স্ত্রী। তাঁর হাতটা কোনওমতে ধরেছিলেন স্বামী। কিন্তু ফক্সে সেই নীচে পড়েই যান স্ত্রী। হানিমুনে গিয়ে স্ত্রীর আত্মঘাতী হওয়ার চেষ্টায় আটক স্বামী। ঘটনাটি ঘটেছে দিঘায়। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। আশঙ্কাজনক অবস্থায় ওই মহিলাকে প্রথমে দিঘা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় কাঁথি মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

জানা যাচ্ছে, ঔরঙ্গাবাদ থেকে রাধা কুমারী ও তাঁর স্বামী নবনিতের সঙ্গে দিঘায় বেড়াতে যান । তাঁরা নিউ দিঘার একটি হোটেলে ওঠেন। স্বামী পুলিশকে জানিয়েছেন,  গতরাতে প্রায় ন’টা নাগাদ তাঁরা হোটেলে ঘনিষ্ঠ অবস্থাতেই ছিলেন। হঠাৎ ‘পাস্ট রিলেশন’ নিয়ে দুজনের মধ্যে ঝামেলা হয়। স্ত্রী বারবার তাঁকে প্রশ্ন করায়, স্বামী তাঁর প্রাক্তন প্রেমিকার নাম বলেছিলেন। তখনও ক্ষেপে ওঠেন স্ত্রী। দৌড়ে ঘর থেকে বেরিয়ে যান।  ওই হোটেলের তিন তলা থেকে ওই মহিলা ঝাঁপ দেওয়ার চেষ্টা করেন । তাঁকে বাঁচানোর চেষ্টা করলেও, হাত ফসকে রাধা মাটিতে পড়ে যান। আশঙ্কাজনক অবস্থায় দিঘা থানার পুলিশ তাঁকে উদ্ধার করে দিঘা হাসপাতালে ভর্তি করে । পরে অবস্থার অবনতি হলে তাঁকে কাঁথি মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

দিঘা থানা পুলিশ এই ঘটনায় তাঁর স্বামীকে আটক করেছে। একমাস আগে ওদের বিয়ে হয়। পরে তারা দিঘায় হানিমুন করতে আসে। রাতে দুজনের মধ্যে পুরনো সম্পর্ক নিয়ে বচসা শুরু হয়। তখনই ওই মহিলা ঝাঁপ দেওয়ার চেষ্টা করেন বলে জানা গিয়েছে।