Egra Municipality: ১৫ বছর পুরোনো বকেয়া, পাচ্ছেনই না ঠিকাদারেরা

Egra Municipality: তাই পুজোর আগে বিল মেটানোর দাবিতে এগরা পুরসভার সামনে এইরকমই একগুচ্ছ অভিযোগ তুলে অবস্থান ও বিক্ষোভ দেখালেন পুরসভার ঠিকাদারেরা।

Egra Municipality: ১৫ বছর পুরোনো বকেয়া, পাচ্ছেনই না ঠিকাদারেরা
এগরা পুরসভায় বিক্ষোভ (নিজস্ব চিত্র)
Follow Us:
| Edited By: | Updated on: Sep 27, 2022 | 5:22 PM

এগরা: বকেয়া জমছে সেই বাম আমল থেকে। খাতার পর খাতা ভর্তি হয়েছে পাওনার হিসাব লিখে। হাত পেতে বহুবার তা চেয়েওছেন ঠিকাদারেরা। কিন্তু দিন যায়, মাস যায়, বছর যায়, টাকা জোটেনি কপালে। তাই পুজোর আগে বিল মেটানোর দাবিতে এগরা পুরসভার সামনে এইরকমই একগুচ্ছ অভিযোগ তুলে অবস্থান ও বিক্ষোভ দেখালেন পুরসভার ঠিকাদারেরা।

জানা গিয়েছে, এগরা পুরসভায় প্রায় বছর পনেরো আগে থেকে জমছে বকেয়া। অভিযোগ, এতগুলি বছর পুরপ্রধানের নির্দেশে কাজ করেও মেলেনি টাকা। বিভিন্ন খাতে বকেয়া সেই টাকার দাবিতে আজও হত্যে দিতে হয় তাদের। এক ঠিকাদার বলেন, ‘বারবার প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকদের কাছে দরবার করলেও তা ফলপ্রসূ হয়নি। দুর্ভোগ না মিটলেও প্রতিবারই আশ্বাস মেলে। অথচ কাজ করার জন্য ধার দেনা করতে হয় তাদের। কখনও বাড়ির সোনা গহনা বন্দক রেখে, ব্যাঙ্ক লোন করে পুরসভার কাজ করতে হয়েছে। কিন্তু উদাসীন পুরসভা ও পুরপ্রধান।’

মঙ্গলবার সেই বকেয়ার দাবিতে অবস্থান ও বিক্ষোভ করেন ঠিকাদারেরা। সেখানেই প্রাপ্য টাকা না পেলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। বিষয়টি নিয়ে ফোনে যোগাযোগ করা হয় এগরা পুরপ্রধান স্বপন নায়েকের সঙ্গে। তিনি বলেন, ‘এই বিষয়টি আমার জানা নেই। আমার কাছে কোনও লিখিত নোটিস দেননি তারা। টাকা অনুমোদন না হলে সরকার কীভাবে টাকা দেবে? প্রত্যেকেই উপযুক্ত টেন্ডার ও ওয়ার্ক অর্ডার ছাড়া কাজ করেছেন। সেই কাজের কোনও লিখিত তথ্য নেই। ফলে আমার পক্ষে কিছু বলা সম্ভব নয়। ঠিকাদারের অবস্থান করলে আমার কিছু করার নেই।’