Moyna BJP Worker Death: ইটভাটায় লুকোচুরি, সেখান থেকেই বের করল পুলিশ, ময়নায় বিজেপি নেতা খুনে গ্রেফতার আরও ২
Moyna BJP Worker Death: অভিযোগ পত্রে সুজয় মণ্ডলের নাম রয়েছে ১৭ নম্বরে। অভিযুক্ত সুজয় ময়নার বাকচা গ্রাম পঞ্চায়েতের গোড়ামাহাল এলাকার একটি ইটভাটাতে লুকিয়ে ছিলেন।
ময়না: বৃহস্পতিবারের পর শনিবার। ময়নায় বিজেপি নেতা অপহরণ ও খুনের গ্রেফতার আরও দু’জন। মৃতের পরিবারের তরফে দায়ের হওয়া অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয় ওই দু’জনকে। ধৃতদের নাম সুজয় মণ্ডল ও অপরজন হলেন নন্দন মণ্ডল। ময়নার বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে পুলিশ গ্রেফতার করছে তাঁদের।
এর আগের দিন গ্রেফতার হয়েছিলেন মিলন ভৌমিক। তিনি গোড়ামহল এলাকার তৃণমূল পঞ্চায়েত সদস্য ও প্রাক্তন বুথ সভাপতি। খুনের ঘটনায় যুক্ত থাকার দাবি তুলে মোট ৩৪ জনের নামের তালিকায় ২৬ নম্বরে নাম ছিল তাঁর। পুলিশ সূত্রে খবর, অভিযোগ পত্রে সুজয় মণ্ডলের নাম রয়েছে ১৭ নম্বরে। অভিযুক্ত সুজয় ময়নার বাকচা গ্রাম পঞ্চায়েতের গোড়ামাহাল এলাকার একটি ইটভাটাতে লুকিয়ে ছিলেন। অন্যদিকে, ধৃত নন্দন তাঁর বাড়ি গোড়ামহল এলাকাতেই। অভিযোগপত্রে নন্দনের নাম ছিল ২৪ নম্বরে। এই নিয়ে মোট তিনজন গ্রেফতার হল বিজেপি নেতা খুনের ঘটনায়।
প্রসঙ্গত, ময়নার বিজেপি বিধায়ক অশোক দিন্দার কথায়, সোমবার বিকেল ৫টা নাগাদ বাকচায় বিজয়কৃষ্ণকে তুলে নিয়ে গিয়ে খুন করা হয়। অভিযোগের আঙুল ওঠে শাসকদল তৃণমূলের দিকে। ঘটনার দিনই এলাকাস্থলে পৌঁছন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তৃণমূলকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, “এর শেষ দেখে ছাড়ব।” এমনকী ঘটনার প্রতিবাদে বনধ ও পথ অবরোধেরও ডাক দেন তিনি।