Nandigram Arrest: আগ্নেয়াস্ত্র মামলা শুভেন্দু ঘনিষ্ঠ গ্রেফতার, চাঞ্চল্য নন্দীগ্রামে
Nandigram Arrest: বেশ কয়েকদিন আগে খেজুরি ২ নম্বর ব্লকে বিজেপির স্মারকলিপি প্রদান কর্মসূচি শেষের পরে ব্লক অফিসের সামনে আগ্নেয়াস্ত্র-সহ দুজনকে গ্রেফতার করেছিল খেজুরি থানার পুলিশ। তাঁদেরকে জিজ্ঞাসাবাদের পরে আগ্নেয়াস্ত্র মামলায় পুলিশ মণ্ডল সভাপতি শ্যামাপ্রসাদ মাইতিকে গ্রেফতার করা হয়
পূর্ব মেদিনীপুর: আগ্নেয়াস্ত্র মামলায় শুভেন্দু ঘনিষ্ঠ নন্দীগ্রাম মণ্ডল তিনের বিজেপির সভাপতি শ্যামাপ্রসাদ মাইতিকে গ্রেফতার করল খেজুরি থানার পুলিশ। সূত্রের খবর, বেশ কয়েকদিন আগে খেজুরি ২ নম্বর ব্লকে বিজেপির স্মারকলিপি প্রদান কর্মসূচি ছিল। সেদিনই কর্মসূচি শেষের পরে ব্লক অফিসের সামনে আগ্নেয়াস্ত্র-সহ দুজনকে গ্রেফতার করে খেজুরি থানার পুলিশ। তাঁদেরকে জিজ্ঞাসাবাদের পরে উঠে আসে শ্যামাপ্রসাদের নাম। তাঁর বিরুদ্ধে আগ্নেয়াস্ত্র রাখা কিংবা তা জোগানের সূত্র পাওয়া গিয়েছে, অন্তত তেমনটাই দাবি করেছে পুলিশ। বুধবার রাতে গোপন ডেরা থেকে শ্যামাপ্রসাদকে খেজুরি থানার পুলিশ গ্রেফতার করেছে। বৃহস্পতিবার স্বাস্থ্য পরীক্ষার পর কাঁথি আদালতে পেশ করা হবে বলে জানা যাচ্ছে পুলিশ সূত্রে।
তবে এর পিছনে রাজনৈতিক অভিসন্ধিই দেখছে বিজেপি। কাঁথি সাংগঠনিক জেলা বিজেপির সহ সভাপতি অসীম মিশ্রের বক্তব্য, পঞ্চায়েত গঠনের সময় যতই এগিয়ে আসছে, ততই এসব বাড়ছে। তৃণমূল যেখানে মানুষের রায়ে পরাজিত হয়েছে, সেখানে পুলিশ দিয়ে হুমকি দিয়ে, মিথ্যা কেস দিয়ে, জোর করে গ্রেফতার করে পঞ্চায়েত দখল করতে চাইছে। বিজেপিকে পঞ্চায়েত বোর্ড গঠন করতে দিতে চাইছে না তৃণমূল। আর তার জন্যই বিজেপির দাপুটে নেতাদের এই সব মিথ্যা মামলা দেওয়া হচ্ছে। অভিযোগের কোনও প্রমাণ পুলিশের হাতেও নেই।
বিজেপি নেতা গ্রেফতার প্রসঙ্গে নন্দীগ্রাম ১ ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি বাপ্পাদিত্য গর্গ বলেন, “বিজেপি মণ্ডল সভাপতি শ্যামাপ্রসাদ মাইতির আরও একটি পরিচয় আছে। পুলিশের দাবি অনুযায়ী অস্ত্র চোরা কারবারের সঙ্গে যুক্ত। সমাজবিরোধী ও দুষ্কৃতী হিসাবে শ্যামাপ্রসাদ মাইতিকে পুলিশ গ্রেফতার করেছে। এই গ্রেফতারের সঙ্গে রাজনৈতিক পরিচয়ের কোনও সম্পর্ক নেই। পুলিশ তার কাজ করেছে।”