Nandigram: নন্দীগ্রাম দিবসে কাদের কখন সভা? TMC-BJP-কে ডেকে ‘গাইডলাইন’ বানাল পুলিশ

Nandirgam: নন্দীগ্রাম দিবস যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, তা নিশ্চিত করতে তৎপর নন্দীগ্রাম থানা। তৃণমূল ও বিজেপি দুই দলের প্রতিনিধিদেরই বুধবার ডেকে পাঠানো হয়েছিল নন্দীগ্রাম থানায়। ভারপ্রাপ্ত আধিকারিক তুহিন বিশ্বাসের উপস্থিতিতে দু'পক্ষকে নিয়ে বৈঠক করেন পুলিশকর্মীরা।

Nandigram: নন্দীগ্রাম দিবসে কাদের কখন সভা? TMC-BJP-কে ডেকে 'গাইডলাইন' বানাল পুলিশ
প্রতীকী ছবিImage Credit source: Facebook
Follow Us:
| Edited By: | Updated on: Nov 08, 2023 | 9:45 PM

নন্দীগ্রাম: পঞ্চায়েত নির্বাচনে নন্দীগ্রামে ব্যাপক সাফল্য পেয়েছে বিজেপি। আর জেলার সামগ্রিক হিসেব দেখতে গেলে পঞ্চায়েতের আসরে তৃণমূলেরও পাল্লা ভারী। এদিকে সামনেই আবার লোকসভা নির্বাচন। আর এসবের মধ্যেই আরও এক নন্দীগ্রাম দিবস। আরও এক ১০ নভেম্বর। শুক্রবারের নন্দীগ্রাম দিবসের প্রস্তুতি শুরু করে দিয়েছে বিজেপি ও তৃণমূল দু’পক্ষই। শুভেন্দু অধিকারী শিবির বদলের পর থেকেই নন্দীগ্রাম দিবস পালনে কে এগিয়ে থাকবে, তা নিয়ে চাপানউতোর চলে আসছে ঘাসফুল শিবির ও পদ্ম শিবিরের মধ্যে। এবারও তাই। নন্দীগ্রাম দিবস ঘিরে ইতিমধ্যেই চড়তে শুরু করে দিয়েছে রাজনীতির পারদ।

তৃণমূল ও বিজেপির মধ্যে এই চাপানউতোরের মাঝে আসরে পুলিশও। নন্দীগ্রাম দিবস যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, তা নিশ্চিত করতে তৎপর নন্দীগ্রাম থানা। তৃণমূল ও বিজেপি দুই দলের প্রতিনিধিদেরই বুধবার ডেকে পাঠানো হয়েছিল নন্দীগ্রাম থানায়। ভারপ্রাপ্ত আধিকারিক তুহিন বিশ্বাসের উপস্থিতিতে দু’পক্ষকে নিয়ে বৈঠক করেন পুলিশকর্মীরা। তৈরি হয় নন্দীগ্রাম দিবস পালনের ‘গাইডলাইন’। সূত্রের খবর, নন্দীগ্রাম থানায় এদিনের বৈঠকে পুলিশ-প্রশাসনের তরফে দুই শিবিরকেই আলাদা আলাদা সময় বেঁধে দেওয়া হয়েছে শহিদ দিবসে স্মরণসভা করার জন্য। এখনও পর্যন্ত যা খবর, শুক্রবার সকাল আটটায় বিজেপির তরফে শহিদ দিবসের স্মরণসভা আয়োজন করা হবে। এরপর বেলা দশটায় তৃণমূলের তরফে আয়োজন করা হবে স্মরণসভা।

প্রসঙ্গত, গতবছর নন্দীগ্রাম দিবসের শহিদ স্মরণসভা ঘিরে জলঘোলা কম হয়নি। রাতের অন্ধকারে তৃণমূলের স্মরণমঞ্চে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল। সেই ঘটনার পর কুণাল ঘোষ, অখিল গিরিদের নেতৃত্বে বিক্ষোভ চলেছিল। রাস্তা অবরোধও হয়েছিল। সেই সব কাটিয়ে উঠে আরও একটি নন্দীগ্রাম দিবস আসন্ন।

বিজেপির তরফে ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে, শুভেন্দু অধিকারীর নেতৃত্বে তাঁরা এই স্মরণসভার আয়োজন করবে। তবে তৃণমূলের তরফে শুক্রবার কারা কারা উপস্থিত থাকবেন নন্দীগ্রামের শহিদ স্মরণসভায়, সেটি এখনও পর্যন্ত জানা যায়নি।