Post Poll Violence Case: ভোট পরবর্তী হিংসায় বিজেপি কর্মী ‘খুন’, ৩ বছরের মাথায় সিবিআই তদন্তের নির্দেশ

Post Poll Violence Case: বিচারপতি জানিয়েছেন, যেহেতু বৃহত্তর বেঞ্চের নির্দেশে ইতিমধ্যেই নির্বাচন পরবর্তী হিংসার তদন্ত করছে সিবিআই। তাই এই খুনের ঘটনা তেও সিবিআইকে তদন্ত করতে হবে।

Post Poll Violence Case: ভোট পরবর্তী হিংসায় বিজেপি কর্মী 'খুন', ৩ বছরের মাথায় সিবিআই তদন্তের নির্দেশ
ভোট পরবর্তী হিংসায় সিবিআই তদন্তের নির্দেশ
Follow Us:
| Edited By: | Updated on: Feb 01, 2023 | 1:01 PM

পূর্ব মেদিনীপুর: ভোট পরবর্তী হিংসায় খুন হতে হয়েছিল বিজেপি কর্মীকে। কাঁথি ৩ নম্বর ব্লকের বিজেপি কর্মী খুনের ঘটনায় কেসে এবার সিবিআই তদন্তের নির্দেশ আদালতের। গত বিধানসভা নির্বাচনে কাঁথি বিধানসভার ভোটের দিন খুন হয়েছিলেন বিজেপি সমর্থক জন্মেজয় দলুই। সেই ঘটনায় মারিসদা থানায় ১১ জন অভিযুক্তের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের হয়। পরে এই মামলার তদন্তে নেমে পুলিশ ৬ জনকে গ্রেফতার করেছিল। কিন্তু মূল অভিযুক্তরা ধরা পড়েনি বলে অভিযোগ। ঘটনায় সিবিআই তদন্তের দাবিতে ২০২১ সালে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন জন্মেজয় দলুইয়ের ছেলে রতন দলুই। সেই মামলায় দীর্ঘ শুনানির পর মঙ্গলবার সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন বিচারপতি রাজা শেখার মন্থা। বিচারপতি জানিয়েছেন, যেহেতু বৃহত্তর বেঞ্চের নির্দেশে ইতিমধ্যেই নির্বাচন পরবর্তী হিংসার তদন্ত করছে সিবিআই। তাই এই খুনের ঘটনা তেও সিবিআইকে তদন্ত করতে হবে।

প্রসঙ্গত,গত ২০২১ সালের ৩ মার্চ বিধানসভা ভোটের আগে উত্তর পোদ্দা গ্রামের বাসিন্দা বিজেপি কর্মী জন্মেজয় দলুই খুন হয়। সেই খুনের মামলায় ৩১ তারিখ কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতি রাজাশেখর মান্থা এই খুনের ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দেন।

জন্মেজয় দলুইয়ের ছেলে রতন দলুই জানান, এই তদন্তের নির্দেশে তিনি খুশি এবং প্রকৃত দোষীরা, এই খুনের পেছনে যাদের হাত রয়েছে, তাদের উপযুক্ত শাস্তি হওয়া প্রয়োজন।