Digha : শততম ‘মন কি বাতে’ বড় আকর্ষণ, বাংলার মৎস্যজীবীদের মনের কথা শুনবেন মোদী
Digha : এদিকে প্রধানমন্ত্রীর দফতর জানিয়েছে, এটাই মোদীর শততম মন কি বাতের অনুষ্ঠান। তাই এবারের 'মন কি বাত' (Maan ki Baat) নিয়ে জোর চর্চা চলছে দেশজুড়ে।
দিঘা : ‘মন কি বাত’ (Maan Ki Baat) অনুষ্ঠানে এবার বাংলার মৎস্যজীবীদের সমস্যার কথা শুনতে চলেছেন প্রধাননন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। হয়ে গিয়েছে সিদ্ধান্ত। আর এই খবরেই খুশির হাওয়া দিঘার মৎস্যজীবীদের মধ্যে। মন কি বাত অনুষ্ঠানে রাজ্যের মধ্যে পূর্ব মেদিনীপুর জেলার দিঘায় (Digha) মৎস্যজীবীদের সঙ্গে কথা বলবেন প্রধানমন্ত্রী । মন কি বাত অনুষ্ঠানে গোটা দেশের ১২ টি রাজ্যের মানুষের সুবিধা-অসুবিধার কথা শুনবেন তিনি। ২৬ মার্চ সকাল সাড়ে নটা থেকে শুরু হবে এই অনুষ্ঠান। পশ্চিমবঙ্গের একমাত্র জেলা হিসাবে পূর্ব মেদিনীপুর জেলার সৈকত নগরী দিঘার মৎস্যজীবীদের সঙ্গে কথা বলবেন মোদী। প্রধানমন্ত্রীর দফতর থেকে জানানো হয়েছে এ কথা। এই খবরে স্বভাবতই উৎফুল্ল পদ্ম শিবির। খুশি বিজেপি নেতৃত্ব, কর্মী-সমর্থকরা। খুশির হাওয়া দিঘার মৎস্যজীবীদের মধ্যেও।
খুশি কাঁথি সাংগঠনিক জেলার বিজেপির সহ-সভাপতি অসীম মিশ্র। তিনি বলেন, “আমরা অত্যন্ত গর্বিত। প্রধানমন্ত্রী মন কি বাত অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের একমাত্র সৈকত নগরী দিঘার মৎস্যজীবীদের সুবিধা-অসুবিধার কথা শুনবেন। ভার্চুয়াল মাধ্যমে মৎস্যজীবীদের সঙ্গে মিলিত হবেন। খুবই ভাল লাগছে।”
এদিকে প্রধানমন্ত্রীর দফতর জানিয়েছে, এটাই মোদীর শততম মন কি বাতের অনুষ্ঠান। তাই এবারের ‘মন কি বাত’ (Maan ki Baat) নিয়ে জোর চর্চা চলছে দেশজুড়ে। এই অনুষ্ঠানে মূলত দেশ ও সমাজের উন্নয়নে দেশবাসীর মতামত এবং সেই সম্পর্কে নিজের মতামত তুলে ধরেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার সেখানে সরকারি বাংলার মানুষের কথা শুনতে চলেছেন তিনি। বুঝতে চলেছেন মৎস্যজীবীদের সমস্য়ার কথা। খোলা হয়েছে হেল্প লাইন। নম্বরটি 1800 11 7800। এই হেল্পলাইন নম্বরটি গত ৩ মার্চ খোলা হয়েছে। খোলা রয়েছে ২৪ মার্চ রাত ১২টা পর্যন্ত। যে কেউ এই নম্বরে ফোন করে তাঁর সমস্যা ও তাঁর সঙ্গে হওয়া বিশেষ ঘটনার কথা জানাতে পারছেন। এছাড়াও কেউ চাইলে ১৯২১ ডায়াল করে তিনি যা বলতে চাইছেন তা রেকর্ড করে পাঠাতে পারছেন। অথবা লিখে জানাতে যেতে পারেন mygov.in ওয়েবসাইটে।