Sikkim Avalanche: অফিস-ট্যুরে সিকিম গিয়েছিলেন, বাবা-মাকে এখনও দাদার মৃত্যুর খবর জানাতে পারেননি ডাক্তার বোন

Sikkim Avalanche: ঘটনার পর যখন উদ্ধার কাজ চলছিল, তখন ফের বিপর্যয় নেমে আসে। তাতে আরও বেশ কয়েকজন নিখোঁজ হয়ে যানছে বলে সেনাবাহিনী সূত্রে জানা গিয়েছে। এখনও পর্যন্ত মোট ৭ জনের মৃত্যুর খবর সামনে এনেছে সেনাবাহিনী।

Sikkim Avalanche: অফিস-ট্যুরে সিকিম গিয়েছিলেন, বাবা-মাকে এখনও দাদার মৃত্যুর খবর জানাতে পারেননি ডাক্তার বোন
সিকিমে তুষার ঝড়ে নিখোঁজ যুূবক
Follow Us:
| Edited By: | Updated on: Apr 05, 2023 | 2:08 PM

পূর্ব মেদিনীপুর: রামনগরে বাড়ি, কর্মসূত্রে স্ত্রী-সন্তানকে নিয়ে তিনি কলকাতার মানিকতলার ফ্ল্যটে থাকেন। বিদ্যুৎ দফতরের সঙ্গে চুক্তিভিত্তিক একটি বেসরকারি সংস্থার কর্মী তিনি। সহকর্মীদের সঙ্গেই ট্যুরে গিয়েছিলেন সিকিম। গত রবিবার। সিকিমের তুষার ঝড়ে নিখোঁজ পূর্ব মেদিনীপুরের রামনগরের প্রীতম মাইতি। তাঁর বাড়ি মুকুন্দপুর সাগরেশ্বর এলাকায়। যে তালিকা প্রশাসনের তরফ থেকে প্রকাশ করা হয়েছে, তাতেও প্রীতম মাইতি নাম রয়েছে। তবে তিনি কলকাতার বাসিন্দা বলে উল্লেখ থাকায় প্রথমে ধন্দ তৈরি হয়েছিল। খবর করতে গ্রামে ঢুকতেই স্থানীয় বাসিন্দারা আটকে দেন। তাঁদের বক্তব্য, চিকিৎসক বোন গোটা বিষয়টি জানলেও বাবা-মাকে তাঁরা বিষয়টি জানাননি। বাবা- মা তা সহ্য করতে পারবেন না। বোনই লুকিয়ে দেহ ফিরিয়ে আনার ব্যবস্থা করছেন।

জানা গিয়েছে, গত শুক্রবার পুজো উপলক্ষে গ্রামের বাড়িতে গিয়েছিলেন প্রীতম। তারপর সেখান থেকেই সিকিমে যান। তাঁর স্ত্রী ও সন্তান মানিকতলার ফ্ল্যাটেই রয়েছেন। সহকর্মীদের সঙ্গে ঘুরতে গিয়েছিলেন প্রীতম। মঙ্গলবার ছাঙ্গু লেকে ভয়াবহ বিপর্যয়ে মৃত্যু হয় একাধিক পর্যটকের। ঘটনার পর যখন উদ্ধার কাজ চলছিল, তখন ফের বিপর্যয় নেমে আসে। তাতে আরও বেশ কয়েকজন নিখোঁজ হয়ে যান। এখনও পর্যন্ত মোট ৭ জনের মৃত্যুর খবর সামনে এনেছে সেনাবাহিনী।

সেনাবাহিনীর তরফ থেকে প্রকাশ করা তালিকা অনুযায়ী, মৃতদের নাম, শিব প্রসাদ লামিচানে, আশিকা ঢাকাল, বাল সিং, রেবয়া সিং, সৌরভ রায় চৌধুরী, প্রীতম মাইতি ও মুনা শাহ শ্রেষ্ঠা। সিকিমে মৃতদের মধ্যে প্রীতম ও সৌরভই এই রাজ্যের বাসিন্দা বলে জানা গিয়েছে।

শেষ পাওয়া খবর অনুযায়ী,  ৩০ জন পর্যটককে উদ্ধার করে গ্যাংটকের এসটিএনএম হাসপাতাল এবং সেন্ট্রাল রেফারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আরও অন্তত ১৫০ জনেরও বেশি পর্যটক ১৪ মাইল এবং ১৫ মাইল এলাকার মাঝে আটকা পড়েন বলে জানা যায়। ভারতীয় সেনাবাহিনী, বর্ডার রোড অর্গানাইজেশন, সিকিম পুলিশ, সিকিমের ট্রাভেল এজেন্ট অ্যাসোসিয়েশন, পর্যটন বিভাগের কর্মকর্তারা এবং স্থানীয় চালকরা – যৌথভাবে উদ্ধারকাজ চালাচ্ছেন।