Deadbody Recover: কাঁথি মহকুমা শাসককের দেহরক্ষীর মৃতদেহ উদ্ধার, শুরু গুঞ্জন

Kanthi: সূত্রের খবর, সোমবার রাত থেকেই নিখোঁজ ছিলেন মুক্তার। এরপর আজ ভোরে প্রাতঃভ্রমণকারীরা দেখতে এক ব্যক্তি পড়ে রয়েছেন। দ্রুত এলাকাবাসী খবর দেন কাঁথি থানায়।

Deadbody Recover: কাঁথি মহকুমা শাসককের দেহরক্ষীর মৃতদেহ উদ্ধার, শুরু গুঞ্জন
উদ্ধার দেহরক্ষী (নিজস্ব চিত্র)
Follow Us:
| Edited By: | Updated on: May 16, 2023 | 10:48 AM

কাঁথি: মঙ্গলবার সাত সকালেই চাঞ্চল্য। কাঁথি মহকুমা শাসককের দফতরের পিছন থেকে উদ্ধার মহকুমা শাসকের দেহরক্ষীর মৃতদেহ। যা নিয়ে জোর গুঞ্জন শুরু এলাকায়। পুলিশ সূত্রে খবর, মৃতের নাম শেখ মুক্তার। তিনি কাঁথি পৌর (Kanthi Municipality) এলাকার দারুয়া অঞ্চালের বাসিন্দা। মৃতের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে কাঁথি থানার পুলিশ। রিপোর্ট এলে তখনই জানা যাবে মৃত্যুর আসল কারণ।

সূত্রের খবর, সোমবার রাত থেকেই নিখোঁজ ছিলেন মুক্তার। এরপর আজ ভোরে প্রাতঃভ্রমণকারীরা দেখতে এক ব্যক্তি পড়ে রয়েছেন। দ্রুত এলাকাবাসী খবর দেন কাঁথি থানায়। স্থানীয় ও পরিবারের প্রাথমিক অনুমান, অতিরিক্ত মদ্যপানের ফলে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন এই দেহরক্ষী।

মুক্তারের দাদা বলেন, “বাড়ি থেকে বাজার যাচ্ছি বলে বেরিয়ে এসেছিল। তারপর রাত বাড়লেও যখন ও বাড়ি ফেরেনি আমরা সব ভাইরা মিলে খুঁজতে বের হই। তারপর দেখি এইভাবে পড়ে রয়েছে।”