Youtube: ইউটিউব দেখে শিখেছিল চুরি, ATM থেকে টাকা হাতাতে গিয়ে গ্রেফতার যুবক
Kanthi: এরপর সংবাদ মাধ্যম কাছে এটিএমে টাকা তোলার কথা স্বীকার করেন তাপস। তাঁর দাবি, দিঘার হোটেলের কর্মী ছিলেন তিনি। ইউটিউব দেখে শিখেছেন কীভাবে টাকা তোলা যায়। স্থানীয় বাসিন্দা তথা গ্রাহক উমা শঙ্কর বেরা বলেন, "এটিএম টাকা বেড়ানোর জায়গায় কালো স্কেল লাগিয়ে দেয়। এরকম ঘটনা যেন আর না ঘটে তার জন্য পুলিশ প্রশাসনকে সজাগ থাকার জন্য অনুরোধ করব। রামনগর থানায় লিখিত অভিযোগ জানিয়েছি।"
কাঁথি: ইউটিউব দেখে অভিনব কায়দায় এটিএম থেকে টাকা চুরি করতে গিয়ে পুলিশের হাতে গ্রেফতার যুবক। এর আগেও অভিযুক্ত কাঁথি-র এটিএম থেকে টাকা চুরি করেছিল। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলায় রামনগরে বালিসাই -পানিপারুল মোড়ে। এলাকাবাসীই অভিযুক্তকে ধরে পুলিশের হাতে তুলে দিয়েছে। অপরদিকে, রামনগর থানার পুলিশ জানিয়েছে, জেরায় যুবক স্বীকারও করেছে টাকা হাতানোর কথা।
পুলিশ সূত্রে খবর, অভিযুক্তের নাম তাপস দাস। বাড়ি এগরা থানার কৌঁউটগেড়িয়া গ্রামে। পুলিশ ও স্থানীয় সূএে জানা গিয়েছে,মঙ্গলবার সকালে বালিসাই -পানিপারুল রাস্তা পাশে অবস্থিত রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্কের এটিএম রয়েছে। অভিযোগ, মঙ্গলবার সকাল সকালই টাকা লুঠ করতে রামনগরে হাজির হন ওই যুবক। এরপর এটিএম ঢুকে টাকা তোলার জায়গায় কালো স্কেল লাগিয়ে দিয়ে চলে আসেন তিনি। পরে রামনগরে এক বাসিন্দা টাকা তোলার জন্য এটিএম ঢোকেন। তিনি দেখেন ব্যাঙ্ক থেকে টাকা কেটে গেলেও, হাতে টাকা পাচ্ছেন না। একজন নয় দুজন পরপর গেল একই সমস্যা দেখা দেয়। তারপরেই দেখেন এটিএমে টাকা বেরোনোর জায়গায় কালো স্কেল লাগানো রয়েছে। ওই যুবককে সন্দেহ হলে স্থানীয় বাসিন্দারা ঘিরে ধরে জিজ্ঞাসাবাদ শুরু করে। তৎক্ষণার রামনগর থানায় পুলিশকে খবর দেন। পুলিশ এসে ওই যুবককে গ্রেফতার করে নিয়ে যায়।
এরপর সংবাদ মাধ্যম কাছে এটিএমে টাকা তোলার কথা স্বীকার করেন তাপস। তাঁর দাবি, দিঘার হোটেলের কর্মী ছিলেন তিনি। ইউটিউব দেখে শিখেছেন কীভাবে টাকা চুরি করা যায়। তিনি বলেন, “এটিএম থেকে পয়সা চুরি করেছি। এর আগে কাঁথি থেকে তিন হাজার টাকা চুরি করেছিলাম। ইউটিউব থেকে চুরি শিখেছিলাম।” স্থানীয় বাসিন্দা তথা গ্রাহক উমা শঙ্কর বেরা বলেন, “এটিএম টাকা বেড়ানোর জায়গায় কালো স্কেল লাগিয়ে দেয়। এরকম ঘটনা যেন আর না ঘটে তার জন্য পুলিশ প্রশাসনকে সজাগ থাকার জন্য অনুরোধ করব। রামনগর থানায় লিখিত অভিযোগ জানিয়েছি।” রামনগর থানার ওসি উজ্জ্বল নস্কর বলেন “অভিযুক্ত যুবককে গ্রেফতার করা হয়েছে। তদন্ত স্বার্থে অভিযুক্তকে হেফাজতে নেওয়া হয়েছে। পুরো ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনার সঙ্গে আরও কেউ যুক্ত রয়েছে কি না সেটাও খতিয়ে দেখা হচ্ছে।”