TMC leader gets threat video: ‘জ্যান্ত কবর দেব’, পটাশপুরের তৃণমূল নেতাকে ‘প্রাণনাশের’ হুমকি

TMC in East Midnapore: তৃণমূল নেতাকে 'জ্যান্ত কবর' দেওয়ার হুমকি দিয়েছে এক যুবক৷ সোশ্যাল মিডিয়ায় ওই পোস্টকে ঘিরে জোর চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনার পিছনে বিজেপির ‘চক্রান্ত’ উড়িয়ে দিচ্ছে না তৃণমূল শিবির।

TMC leader gets threat video: 'জ্যান্ত কবর দেব', পটাশপুরের তৃণমূল নেতাকে 'প্রাণনাশের' হুমকি
পটাশপুরের তৃণমূল নেতা পীয়ূশ পণ্ডা (নিজস্ব চিত্র)
Follow Us:
| Edited By: | Updated on: Jan 13, 2022 | 12:05 AM

পটাশপুর : পটাশপুরের দাপুটে ঘাসফুল নেতাকে খুনের হুমকি (Threat to TMC Leader) দেওয়ার অভিযোগ। সোশ্যাল মিডিয়ায় হুমকি পোস্টের অভিযোগ জানিয়েছেন পটাশপুর (এক) ব্লকের পঞ্চায়েত সভাপতি তথা ব্লক তৃণমূল সভাপতি পীয়ূশ কান্তি পণ্ডা। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমেছে পুলিশ। তৃণমূল নেতাকে ‘জ্যান্ত কবর’ দেওয়ার হুমকি দিয়েছে এক যুবক৷ সোশ্যাল মিডিয়ায় ওই পোস্টকে ঘিরে জোর চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনার পিছনে বিজেপির ‘চক্রান্ত’ উড়িয়ে দিচ্ছে না তৃণমূল শিবির। পুলিশ অবশ্য জানিয়েছে, তারা ঘটনা তদন্ত চালাচ্ছেন৷

পটাশপুরে বেশ দাপট রয়েছে পীয়ূশ পণ্ডার

এলাকায় বেশ দাপুটে নেতা বলেই পরিচিত পীয়ূশ কান্তি পণ্ডা। এলাকায় শাসক দল তৃণমূলের ঘাঁটি আরও শক্ত করার পিছনে তাঁর যথেষ্ট অবদান রয়েছে। গত বিধানসভা নির্বাচনে পটাশপুরে তৃণমূল কংগ্রেসের প্রার্থী উত্তম বারিককে জেতানোর পিছনেও পীয়ূশ কান্তি পণ্ডার যথেষ্ট ভূমিকা ছিল বলে রাজনৈতিক মহলের ধারণা। কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়ায় এক যুবক তৃণমূল নেতা পীয়ূশ কান্তি পণ্ডাকে প্রাণনাশের হুমকি দিয়ে পোস্ট করে বলে অভিযোগ।

‘জ্যান্ত কবর’ দেওয়ার হুমকি তৃণমূল নেতাকে

অভিযুক্ত ওই যুবক পোস্টে পীয়ূশ পণ্ডাকে কটূক্তি করে পোস্ট করে, “টিএমসির দালাল। পটাশপুরে মাটিতে তোকে জ্যান্ত কবর দেব, আসছি। কিছু সময় অপেক্ষা।’’ সোশ্যাল মিডিয়ার ওই পোস্টকে ঘিরে এলাকায় রাজনৈতিক শোরগোল শুরু হয়েছে। যদিও তৃণমূল নেতা পীয়ূশ পণ্ডার দাবি, ‘‘বিজেপির চক্রান্ত করে খুনের হুমকি দিয়েছে। পুলিশ সঠিকভাবে তদন্ত করলেই প্রকৃত সত্য সামনে উঠে আসবে৷’’

পুলিশের কাছে অভিযোগে তৃণমূল নেতা জানিয়েছেন, “গতকাল আমার ফোন নম্বরের হোয়াটসঅ্যাপে এক ব্যক্তি প্রাণনাশের হুমকি দিয়ে ভিডিয়ো পাঠায়।”  ওই হুমকি ভিডিয়ো ইতিমধ্যেই পুলিশের কাছে জমা করেছেন তৃণমূল নেতা।

ইতিমধ্যে অভিযুক্ত যুবকের বিরুদ্ধে পটাশপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই তৃণমূল নেতা। তৃণমূলের তরফ থেকে দাবি করা হয়েছে, বিষয়টির পিছনে রয়েছে গেরুয়া শিবির ও রাজনৈতিক চক্রান্ত। পুলিশ সূত্রে খবর, ওই যুবকের নাম শানু হুদাই৷ বাড়ি পটাশপুর থানার বড়হাট এলাকায়৷ তবে অভিযুক্ত পটাশপুরে থাকে না বলেই জানা গিয়েছে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, কর্মসূত্রে রাজস্থানে থাকে অভিযুক্ত যুবক। তৃণমূল নেতার অভিযোগের ভিত্তিতে ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ।

আরও পড়ুন : Gangasagar Mela: গঙ্গাসাগর মেলার দায়িত্বে থাকা ৫ মেডিকেল অফিসার করোনায় আক্রান্ত, বিকল্প চিকিৎসক খুঁজতে হিমশিম স্বাস্থ্য ভবন

আরও পড়ুন : West Bengal BJP : প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিঘ্নিত হওয়াকে ‘লঘু’ করে দেখানোর অভিযোগ, তৃণমূলকে কড়া আক্রমণ বঙ্গ বিজেপির