Kanthi TMC Clash: ১০ কোটির ব্যয়ে তৈরি অডিটোরিয়ামের দখল নিয়েও তরজায় তৃণমূলের সভাধিপতি ও বিধায়ক

TMC Clash: উল্লেখ্য, ২০১৪ সালে শুরু হয় মহিষাদল এর কাপাসবেড়িয়াতে এই অডিটোরিয়াম তৈরির কাজ। প্রায় ১০ কোটি টাকা ব্যয়ে তৈরি এই অডিটোরিয়ামে রয়েছে রেস্ট রুম, মিটিং রুম, এছাড়াও পুরো অডিটোরিয়ামে রয়েছে ডলবি ডিজিটাল সাউন্ড। নাটক-মিটিং প্রভৃতি করার সুব্যবস্থা।

Kanthi TMC Clash: ১০ কোটির ব্যয়ে তৈরি অডিটোরিয়ামের দখল নিয়েও তরজায় তৃণমূলের সভাধিপতি ও বিধায়ক
এই অডিটোরিয়ামের দখল নিয়ে চলছে তরজা (নিজস্ব ছবি)
Follow Us:
| Edited By: | Updated on: Dec 21, 2022 | 10:24 AM

কাঁথি: প্রায় ১০ কোটি টাকা ব্যয়ে তৈরি অডিটোরিয়ামের দখল নিয়ে দ্বন্দ্বে জড়ালেন তৃণমূলের সভাধিপতি ও বিধায়ক। জেলা পরিষদ নাকি মহিষাদল পঞ্চায়েত সমিতি, কার দখলে থাকবে অডিটোরিয়াম, রাজনৈতিক তরজা তুঙ্গে।

“আমার জায়গায় এটা একটা অ্যাসেট, সেটা অন্য লোক এসে ভোগ করলে ভাল লাগবে? এমনই বিস্ফোরক মহিষাদলের বিধায়ক তিলক চক্রবর্তীর।” অপরদিকে, জেলা পরিষদের সভাপতি উত্তম বারিক বলেন, “জেলা পরিষদ এই সম্পত্তি নিয়ে নিলে পরিষদের স্থায়ী সম্পদ বৃদ্ধি পাবে।” আর অডিটোরিয়ামের এই দখল ঘিরে দুই তৃণমূল বিধায়কের দ্বন্দ্বে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

উল্লেখ্য, ২০১৪ সালে শুরু হয় মহিষাদল এর কাপাসবেড়িয়াতে এই অডিটোরিয়াম তৈরির কাজ। প্রায় ১০ কোটি টাকা ব্যয়ে তৈরি এই অডিটোরিয়ামে রয়েছে রেস্ট রুম, মিটিং রুম, এছাড়াও পুরো অডিটোরিয়ামে রয়েছে ডলবি ডিজিটাল সাউন্ড। নাটক-মিটিং প্রভৃতি করার সুব্যবস্থা।

২০২১ এ অডিটোরিয়াম এর কাজ শেষ হয়। আজ ছিল পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের বার্ষিক জেলা সাংসদ সভা। এই সভাতেই মহিষাদলের তিলক চক্রবর্তী জানান, “মহিষাদল পঞ্চায়েত সমিতি টেক ওভার করতে চায় এই অডিটোরিয়ামটি।” অপরদিকে জেলা পরিষদের সভাপতি তথা তৃণমূল বিধায়ক উত্তম বারিক জানান, “জেলা পরিষদ এই অডিটোরিয়ামটি টেক ওভার করবে।” দুই তৃণমূল বিধায়কের এমন দ্বন্দ্বে তাঁদের কটাক্ষে বিদ্ধ করতে ছাড়েনি বিজেপি।

বিজেপির তমলুক সংগঠনিক জেলা সভাপতি তপন বন্দোপাধ্যায় জানান, “জেলা পরিষদের সভাপতি পাশ করে টাকা পকেটেস্ত করবে। অন্যদিকে মহিষাদলের বিধায়ক আঙুল চুষবে।এটা হতে পারে না।পুরোটাই কাটমানির খেলা।”