Kunal on Suvendu: শুভেন্দুকে দেখে ‘চোর চোর’ স্লোগান, তৃণমূল কর্মীদের পাশে দাঁড়িয়ে মুচকি হাসি কুণালের
Kunal on Suvendu: সূত্রের খবর, এদিন নন্দীগ্রামে নির্বাচনী প্রচারে গিয়েছিলেন কুণাল। যে জায়গায় কুণালের সভা হচ্ছিল সেখান দিয়েই যাচ্ছিল শুভেন্দুর কনভয়। সেখানেই ঘটে এ ঘটনা।
নন্দীগ্রাম: নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) ঘিরে স্লোগান। তৃণমূল (Trinamool Congress) মুখপাত্র কুণাল ঘোষের (Kunal Ghosh) সামনেই বিধানসভার বিরোধী দলনেতাকে ঘিরে উঠল চোর চোর স্লোগান। গাড়ির জানলা থেকে মুখ বের করে বিক্ষোভকারীদের পাল্টা কিছু একটা বলতেও দেখা গেল শুভেন্দুকে। সূত্রের খবর, এদিন নন্দীগ্রামে নির্বাচনী প্রচারে গিয়েছিলেন কুণাল। যে জায়গায় কুণালের সভা হচ্ছিল সেখান দিয়েই যাচ্ছিল শুভেন্দুর কনভয়। কনভয় দেখা মাত্রই তৃণমূল কর্মীরা একেবারে মাইক হাতে চোর চোর স্লোগান দিতে শুরু করেন। হাসিমুখে দাঁড়িয়ে দাঁড়িয়ে গোটা ঘটনা দেখতে থাকেন কুণাল। ঘটনা দেখে তেলেবেগুনে জ্বলে উঠতে দেখা যায় শুভেন্দু। চলন্ত গাড়ি থেকেই স্লোগান দিতে থাকা তৃণমূল কর্মীদের উদ্দেশে কিছু একটা বলতেও দেখা যায় তাঁকে।
প্রসঙ্গত, এই নন্দীগ্রামেই শেষ বিধানসভা নির্বাচনে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে জোর টক্কর হয় শুভেন্দু অধীকারির। তবে শেষ হাসি হাসেন শুভেন্দুই। ১৯৫৬ ভোটে জয় হাতছাড়া হয়েছিল মমতার। এবার পঞ্চায়েত ভোটে সেই নন্দীগ্রামের হারানো জমিই ফিরে পেতে মরিয়া ঘাসফুল শিবির। জোরকদমে চলছে প্রচার। মাঠে নেমেছেন তৃণমূলের তাবড় তাবড় নেতা মন্ত্রীরা।
#Watch: নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীকে ঘিরে স্লোগান। কুণাল ঘোষের সামনেই বিরোধী দলনেতার কনভয় ঘিরে স্লোগান। গাড়ির জানলা থেকে মাথা বের করে বিক্ষোভকারীদের পাল্টা জবাব শুভেন্দুর।
সব খবর: https://t.co/Z9cGg0kjDs#Nandigram | #SuvenduAdhikari pic.twitter.com/uzu1nQxKxk
— TV9 Bangla (@Tv9_Bangla) July 6, 2023
সূত্রের খবর, এদিন নন্দীগ্রামের সামসাবাদ এলাকার নির্বাচনী প্রচারে গিয়েছিলেন শুভেন্দু। প্রচার শেষে নন্দীগ্রাম বাইপাস হয়ে বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিলেন তিনি। এদিকে ওই এলাকায় সেই সময় সভা করছিলেন কুনাল ঘোষ, বাপ্পাদিত্য গর্গ, ঋজু বন্দ্যোপাধ্যায়-সহ বেশ কয়েকজন তৃণমূল নেতা। শুভেন্দুর গাড়ি আসতে দেখেই মাইকে ভেসে আসতে থাকে চোর চোর স্লোগান। শোনা মাত্রই শ্লথ হয়ে যায় শুভেন্দুর গাড়ির গতি। মেজাজ হারান শুভেন্দু। তৃণমূল কর্মীদের উদ্দেশে হাত দেখিয়ে বলেন, “সবাইকে সোজা করে দেব।” এ ঘটনাকে কেন্দ্র করে কিছু সময়ের জন্য ব্যাপক উত্তেজনা ছড়ায় গোটা এলাকায়।