Purba Medinipur: শুভেন্দু-গড়ে আসছেন অভিষেক, খুঁটি পুজো সারল তৃণমূল

Purba Medinipur: বুধবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভামঞ্চের খুঁটি পুজো হল। সভাস্থলের খুঁটি পুজো করেই বিজেপিকে আক্রমণ করলেন জেলার তৃণমূল নেতারা।

Purba Medinipur: শুভেন্দু-গড়ে আসছেন অভিষেক, খুঁটি পুজো সারল তৃণমূল
Follow Us:
| Edited By: | Updated on: Nov 17, 2022 | 12:05 AM

কাঁথি: দুয়ারে কড়া নাড়ছে পঞ্চায়েত নির্বাচন। সময় যত এগিয়ে বাড়ছে রাজনৈতিক উত্তাপ। এই পরিস্থিতিতে পূর্ব মেদিনীপুরে সভা করতে আসছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। আগামী ৩ ডিসেম্বর কাঁথির শ্রী অরবিন্দ স্টেডিয়ামে জনসভা করবেন। বুধবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভামঞ্চের খুঁটি পুজো হল। সভাস্থলের খুঁটি পুজো করেই বিজেপিকে আক্রমণ করলেন জেলার তৃণমূল নেতারা। জেলায় একাধিক ঘটনায় NIA তদন্ত নিয়ে প্রশ্ন তোলেন জেলা তৃণমূল সভাপতি তরুণ মাইতি। পাল্টা জবাব দিল বিজেপিও।

বুধবার এই খুঁটি পুজোয় উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি তথা পটাশপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক উত্তম বারিক, কাঁথি পৌরসভার পৌরপ্রধান সুবল কুমার মান্না, প্রাক্তন পৌরপ্রধান হরিসাধন দাস অধিকারী, কাউন্সিলর অতনু গিরি-সহ একাধিক কাউন্সিলর।

কাঁথি অধিকারী গড় হিসেবে পরিচিত। পঞ্চায়েত নির্বাচনের দামামা সেখান থেকেই কি বাজাবেন অভিষেক? তৃণমূল জেলা সভাপতি তরুণ মাইতি বলেন, “আগামী ৩ ডিসেম্বর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা রয়েছে। পঞ্চায়েত নির্বাচনের মহাযুদ্ধে নামার আগে তিনি বার্তা দেবেন। তাঁর বার্তা মতো আমরা এগিয়ে যাব।”

পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের মূল হাতিয়ার কী হতে চলেছে, সেকথাও জানালেন তৃণমূল জেলা সভাপতি। বলেন, “যেকোনও নির্বাচনে উন্নয়ন আমাদের হাতিয়ার। বাংলায় প্রচুর উন্নয়নের কাজ হয়েছে। দলমত নির্বিশেষে সবাই প্রকল্পের সুবিধা পেয়েছেন।” পঞ্চায়েতে সন্ত্রাসের অভিযোগ নিয়ে তাঁর বক্তব্য, “আমরা শান্তিপূর্ণভাবে নির্বাচন করব। মানুষকে সঙ্গে নিয়ে পঞ্চায়েতে লড়ব।”

শুভেন্দুর বিরুদ্ধে বিভিন্ন থানায় অভিযোগ নিয়ে বিজেপি সরব হয়েছে। এই নিয়ে গেরুয়া শিবিরকে তোপ দেগে তরুণ মাইতি বলেন, “বিজেপি উদ্দেশ্যপ্রণোদিতভাবে অভিযোগ করছে। কারণ খেজুরি ও ভগবানপুরে এনআইএ দিয়ে অনেক তৃণমূল কর্মীকে ফাঁসানো হয়েছে। তখন কি প্রশ্ন করেন তাঁরা? আমরা বিচার পেতে চাই। তাই শুভেন্দুর বিরুদ্ধে থানায় অভিযোগ জানানো হয়েছে।”

NIA তদন্ত নিয়ে তৃণমূলের অভিযোগ খারিজ করে পাল্টা তোপ দাগলেন বিজেপি কাঁথি সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক সোমনাথ রায়। তিনি বলেন, “অখিলবাবু যে বক্তব্য রেখেছেন,  তার ক্ষমা নেই। যে অঙ্গভঙ্গি করেছেন তাঁকে আগে গ্রেপ্তার করা হোক। পরে শুভেন্দুবাবুর বিচার হবে।” এনআইএ তদন্ত নিয়ে বলেন, “আমাদের কথায় NIA চলে না। তারা একটি স্বতন্ত্র সংস্থা। তা