Digha Weather: পাগল পাগল ভাব দিঘার, যাওয়ার আগে জেনে নিন
শনিবার সকাল পর্যন্ত সুস্পষ্ট নিম্নচাপটি উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের উপর ছিল। পশ্চিম-উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে শনিবার রাতেই সেটি উত্তর ওড়িশা ও সংলগ্ন পশ্চিমবঙ্গ উপকূল অতিক্রম করে স্থলভূমিতে ঢুকবে। এদিন নিম্নচাপটি যতই উপকূলের দিকে অগ্রসর হবে উপকূলবর্তী এলাকা সহ সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টির মাত্রা ততই বাড়বে।
দিঘা: রাজ্যের উপকূলের জেলাগুলিতে নিম্নচাপের জেরে বৃষ্টি চলছে। পূর্ব মেদিনীপুরের দিঘাতেও রবিবার রাত থেকেই বৃষ্টি শুরু হয়েছে। এর জেরে দিঘায় জলোচ্ছ্বাসও দেখা দিয়েছে। বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপের জেরে ৪ অক্টোবর, বুধবার পর্যন্ত রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টি চলবে। শনিবার এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর। কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। সাধারণভাবে হাল্কা থেকে মাঝারি ও ভারী বৃষ্টি চলবে সব জায়গায়। এই পরিস্থিতিতেই দিঘায় সমুদ্র স্নানে নামতে পর্যটকদের সতর্ক করছে পুলিশ।
শনিবার সকাল পর্যন্ত সুস্পষ্ট নিম্নচাপটি উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের উপর ছিল। পশ্চিম-উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে শনিবার রাতেই সেটি উত্তর ওড়িশা ও সংলগ্ন পশ্চিমবঙ্গ উপকূল অতিক্রম করে স্থলভূমিতে ঢুকবে। এদিন নিম্নচাপটি যতই উপকূলের দিকে অগ্রসর হবে উপকূলবর্তী এলাকা সহ সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টির মাত্রা ততই বাড়বে। কলকাতা-সহ ভারী থেকে অতিভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা দুই মেদিনীপুর বাঁকুড়া ও ঝাড়গ্রাম সহ বিভিন্ন জায়গায়। সেই মতো রবিবার রাত থেকেই উপকূলের জেলা পূর্ব মেদিনীপুরে শুরু হয়েছে বৃষ্টি। রাতে মাঝারি ধরনের বৃষ্টি হলেই সকাল থেকে শুরু হয় মুষলধারায় বৃষ্টিপাত।
পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন এই বৃষ্টিপাত নিয়ে ২৫টি ব্লক প্রশাসনকে সজাগ থাকার বার্তা দিয়েছে। দিঘায় চলছে প্রবল জলেচ্ছ্বাস। কখনও আকাশ পরিষ্কার, আবার কখনও ঘন কালো মেঘের আকাশ ঢাকছে। পর্যটকদের সমুদ্রে নামার ক্ষেত্রে সচেতন করেছে দিঘা পুলিশ।