Panchayat Election 2023: ‘সন্দেশখালি ও ক্যানিং থেকে বাছাই করা গুন্ডা আসছে’, সতর্ক থাকার বার্তা ‘চৌকিদার’ শুভেন্দুর
Suvendu Adhikari: শুভেন্দু দলীয় কর্মী ও সমর্থক তথা এলাকার সাধারণ মানুষজনকে ভয় না পাওয়ার জন্য অনুরোধ করেন। বিরোধী দলনেতার বক্তব্য়, তিনিই এলাকার মানুষজনের চৌকিদার। বললেন, 'আপনাদের বিধায়ক, আপনাদের চৌকিদার।'
পূর্ব মেদিনীপুর: পঞ্চায়েত ভোটের প্রচারের শেষ লগ্নে বিস্ফোরক বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নন্দীগ্রাম-১ ব্লকের সোনাচূড়ায় এক নির্বাচনী সভা থেকে শুভেন্দু এলাকার সব বিজেপি কর্মী ও সমর্থকদের সতর্ক থাকার বার্তা দেন। বলেন, ‘এরা (শাসক শিবির) কেন্দামারিতে কিছু লোক ঢোকাবে। দক্ষিণ ২৪ পরগনা থেকে লোক আনা হবে। অস্ত্র নিয়ে সন্দেশখালি ও ক্যানিং থেকে বাছাই করা গুন্ডা আসছে। প্রথমে কেন্দামারিতে চেষ্টা করবে ওরা।’ এরপরই অবশ্য শুভেন্দু দলীয় কর্মী ও সমর্থক তথা এলাকার সাধারণ মানুষজনকে ভয় না পাওয়ার জন্য অনুরোধ করেন। বিরোধী দলনেতার বক্তব্য়, তিনিই এলাকার মানুষজনের চৌকিদার। বললেন, ‘আপনাদের বিধায়ক, আপনাদের চৌকিদার।’
দলীয় কর্মী ও সমর্থকদের আশ্বস্ত করে শুভেন্দু বলেন, ‘আমি চৌকিদার আছি। আপনি মার খেলে আমি কি ঘরে বসে থাকব না কি?’ এদিকে শুভেন্দু অধিকারীর এই মন্তব্যের পর পাল্টা দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ও। বাইরে থেকে লোক আসার যে অভিযোগ বিরোধী দলনেতা তুলেছেন সেই নিয়ে অভিষেকের বক্তব্য, যদি তাঁর (শুভেন্দুর) কাছে নাম থাকে, তাহলে প্রশাসনকে এবং আদালতকে জানানোর জন্য। একই সঙ্গে অভিষেক এও বলেন, ‘যদি না জানান এবং যদি কোনও ঘটনা ঘটে, তাহলে এর দায়-দায়িত্ব শুভেন্দু অধিকারীর এবং বিজেপির।’
উল্লেখ্য, এর আগে রাজ্যে ২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচনের সময়ে বিস্তর অশান্তি ও গোলমালের অভিযোগ তুলেছিল বিরোধী দলগুলি। সেই পরিস্থিতিতে এবার এক দফায় নির্বাচন শান্তিপূর্ণ করাটা বড় চ্যালেঞ্জ হতে চলেছে রাজ্য নির্বাচন কমিশনের কাছে। যদিও শাসক দল তৃণমূল বার বার বলে আসছে, ভোট শান্তিপূর্ণই হবে। আজ বিকেলের সাংবাদিক বৈঠকেও অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন দলের তরফে ‘ওয়ার রুম’ সর্বক্ষণ চালু থাকবে। কোথাও কোনও গোলমালের খবর পেলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে বলেও আশ্বস্ত করেছেন তিনি।