Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bratya Basu: কেন্দ্রীয়ভাবে অনলাইন ভর্তি প্রক্রিয়া কেন শুরু হয়েছে, খোলসা করলেন ব্রাত্য

Bratya Basu: এ দিন, ঝটিকা সফরে পুরুলিয়ায় এসে নানা বিষয়ে সরব হন রাজ্যের শিক্ষামন্ত্রী। পুরুলিয়ার সিধো কানহো বিরশা বিশ্ব বিদ্যালয় পরিদর্শন করেন তিনি।

Bratya Basu: কেন্দ্রীয়ভাবে অনলাইন ভর্তি প্রক্রিয়া কেন শুরু হয়েছে, খোলসা করলেন ব্রাত্য
শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (নিজস্ব চিত্র)
Follow Us:
| Edited By: | Updated on: Apr 25, 2023 | 6:22 PM

পুরুলিয়া: রাজ্যের অধীনস্থ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা কলেজগুলিতে কেন্দ্রীয়ভাবে ভর্তি প্রক্রিয়া চালু করার জন্য অনেকদিন ধরেই উদ্যোগ নিয়েছিল রাজ্যের শিক্ষা দফতর। এবার সেই সংক্রান্ত গ্যাজেট বিজ্ঞপ্তি প্রকাশ করল শিক্ষা দফতর। কিন্তু কেন এই কেন্দ্রীয়ভাবে অনলাইন ভর্তি প্রক্রিয়ার নয়া নিয়ম নিয়ে আসা হয়েছে মঙ্গলবার পুরো বিষয়টি খোলসা করলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।

এ দিন, ঝটিকা সফরে পুরুলিয়ায় এসে নানা বিষয়ে সরব হন রাজ্যের শিক্ষামন্ত্রী। পুরুলিয়ার সিধো কানহো বিরশা বিশ্ব বিদ্যালয় পরিদর্শন করেন তিনি। এরপর সাংবাদিকদের সম্মুখীন হয়ে নানা বিষয়ে মন্তব্য করেন শিক্ষামন্ত্রী। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন সিধো কানহো বিরশা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দীপক কুমার কর। আজ ব্রাত্য বসু বলেন, “উচ্চশিক্ষার ক্ষেত্রে ভর্তির নিয়ে একটি কেন্দ্রীয় পোর্টাল করা হচ্ছে। অনলাইন পোর্টালের মাধ্যমে রাজ্যের কোন কোন বিশ্ববিদ্যালয়ে কোথায় কত আসন রয়েছে তা দেখতে পাওয়া যাবে। সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে ভর্তি হতে হবে। স্বচ্ছতার স্বার্থে এটি করা হচ্ছে বলে জানান তিনি।

রাজভবন বিল আটকে রাখছে এই অভিযোগ করে তিনি বলেন যে রাজ্যপাল তার মতো করে কিছু কাজ করছেন। গত বছর জুন মাসে রাজ্য বিধান সভায় রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির আচার্য্য মুখ্যমন্ত্রী হবেন। এই বিল রাজ্যপালের কাছে পাঠানো হলেও তা পড়ে আছে। এক বছর হতে চললেও তাতে রাজ্যপাল সই করেননি বা ফেরৎও পাঠাননি বলে জানান তিনি। এতে আগামী দিনে রাজ্যের বিশ্ব বিদ্যালয়গুলি অচলাবস্থার দিকে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন।