Elephant Attack: জঙ্গলে কাঠকুড়োতে গিয়ে হাতির আক্রমণে শেষ তরতাজা প্রাণ
Elephant Attack: পুলিশ সূত্রে খবর, মৃত ব্যক্তির নাম মঙ্গল সিং মুড়া (৫০)। তার বাড়ি বাঘমুন্ডি থানার মাদলা গ্রামে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত সোমবার মঙ্গল সিং মুড়া সহ আরও দুজন ওই জঙ্গলের ভিতরে কাঠ কুড়োতে গিয়েছিলেন।
পুরুলিয়া: জঙ্গলে শুকনো কাঠ কুড়োতে গিয়েছিলেন। তখনই মর্মান্তিক ঘটনা। কাঠ কুড়োতে গিয়ে বন্য হাতির (Elephant) আক্রমণে মৃত্যু এক ব্যক্তির। আজ দুপুরে তার দেহ উদ্ধার করা সম্ভব হয়। ঘটনাটি ঘটে পুরুলিয়ার বাঘমুন্ডি থানার মাঠা বনাঞ্চলের কুদনা বীটের অন্তর্গত বনমালী পেটি পাথর জঙ্গলে।
পুলিশ সূত্রে খবর, মৃত ব্যক্তির নাম মঙ্গল সিং মুড়া (৫০)। তার বাড়ি বাঘমুন্ডি থানার মাদলা গ্রামে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত সোমবার মঙ্গল সিং মুড়া সহ আরও দুজন ওই জঙ্গলের ভিতরে কাঠ কুড়োতে গিয়েছিলেন। এদের মধ্যে দু’জন বাড়ি ফিরে এলেও মঙ্গল সিং মুড়া শুধু ফিরে আসেননি। তাঁর পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। তবে তারাও কোনও হদিস করতে পারেননি। এরপর গভীর জঙ্গলে শুরু হয় চিরুনি তল্লাশি।
বুধবার অবশেষে তাঁর দেহ উদ্ধার হয়। দেখা যায় জঙ্গলের মধ্যে মৃত অবস্থায় পড়ে রয়েছেন মঙ্গল সিং মুড়া। এলাকায় পৌঁছে যান বাঘমুণ্ডির মাঠা বনাঞ্চলের আধিকারিক ও কুদনা বীটের আধিকারিকরা। বাঘমুন্ডি থানার পুলিশও ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। পর্যবেক্ষণে দেখা যায় হাতির আক্রমণে এই মৃত্যু হয়েছে। মৃতের পিঠের উপর রয়েছে হাতির পায়ে পিষ্ট করার চিহ্ন। ওই এলাকায় বেশ কিছু দিন ধরেই হাতির আনাগোনা রয়েছে। এছাড়াও রয়েছে রেসিডেন্ট হাতি। ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে।