অভিষেকের সভার পাশেই বিজেপির রথে ‘ভাঙচুর’
ভোট আবহে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) সভাস্থলের বিজেপির (Bengal BJP) রথে ভাঙচুরের অভিযোগ। মারধর করা হয় চালককেও। চাঞ্চল্যকর অভিযোগ পুরুলিয়ার (Purulia) মানবাজারে (Manbazar)।
পুরুলিয়া: ভোট আবহে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) সভাস্থলের পাশেই বিজেপির (Bengal BJP) রথে ভাঙচুরের অভিযোগ। মারধর করা হয় চালককেও। চাঞ্চল্যকর অভিযোগ পুরুলিয়ার (Purulia) মানবাজারে (Manbazar)।
মঙ্গলবারই মানবাজারে সভা করেন যব তৃণমূল সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। সভাস্থলের অদূরেই বিজেপির রথ চলে আসে। সভা ঘিরে আগে থেকেই এলাকায় ভিড় জমিয়েছিলেন তৃণমূল কর্মী সমর্থকরা। অভিযোগ, তখনই তৃণমূল কর্মীরা বিজেপির রথে হামলা চালায়। ভাঙচুর করা হয় গাড়িতে। সামনের কাচ ভেঙে যায়। চালককেও গাড়ি থেকে নামিয়ে মারধর করা হয় বলে অভিযোগ।
বিজেপি নেতৃত্বের বক্তব্য, ওই রাস্তা দিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল না তাদের। পুলিশ নাকি তাদের রুটি পরিবর্তন করে ওই রাস্তা দিয়ে গাড়ি ঘুরিয়ে দেয়। ওই এলাকাতে পৌঁছতেই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। অভিষেকের সভায় আসা তৃণমূল কর্মীরা হামলা করে বলে অভিযোগ। হামলার সময়ে পুলিশ দর্শকের ভূমিকায় ছিল বলেও অভিযোগ করেন বিজেপি নেতা।
আরও পড়ুন: বন্ধ ঘরে তিন জনের চরম পরিণতি, দৃশ্য দেখে স্থবির কলকাতার নামী হোটেলের ‘হাউজ় কিপিং বয়’!
অন্যদিকে, জেলা তৃণমূল সভাপতি গুরুপদ টুডু বলেন, “বিজেপির এই কাজ একেবারেই উদ্দেশ্যপ্রণোদিত। যে রাস্তা দিয়ে বিজেপির রথ এসেছিল, আসলে ওই রাস্তা দিয়েই অভিষেকের সভায় কর্মীরা আসছিলেন। তাঁদের পথ আটকাতেই বিজেপি এই কাজ করেছে।”