Exam Coaching: লক্ষ্য চাকরির পরীক্ষার পরিকল্পনামাফিক প্রস্তুতি, কোচিংয়ের ব্যবস্থা পুলিশের
Purulia: অযোধ্যা পাহাড় সংলগ্ন সরকারি বিদ্যালয়ের একটি কক্ষে ৮০ জন শিক্ষিত তরুণ তরুণীকে নিয়ে শুরু করা হল এই বিশেষ প্রশিক্ষণ শিবির। প্রথম দিন থেকেই এই শিবিরকে কেন্দ্র করে চাকরি প্রার্থীদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো।
পুরুলিয়া: রয়েছে অদম্য ইচ্ছে। তবে জানা নেই প্রতিযোগিতামূলক পরীক্ষায় ক্র্যাক করার কৌশল। এলাকার যুবক-যুবতীরা যাতে প্রতিযোগিতামূলক পরীক্ষায় পাশ করতে পারে সে জন্য বিশেষ উদ্যোগ নিল পুলিশ। চালু করা হল প্রশিক্ষণ শিবির। পুরুলিয়া জেলা পুলিশের পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে। অযোধ্যা পাডহাড় সংলগ্ন প্রত্যন্ত এলাকার অভাবী পড়ুয়াদের জন্য অভিনব উদ্যোগ জেলা পুলিশের। রবিবার অযোধ্যা পাহাড়ের মাঝিডি আশ্রম ভিত্তিক সরকারি বিদ্যালয়ে নতুন এই প্রশিক্ষণ শিবিরের সূচনা করলেন জেলা পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার(হেড কোয়ার্টারস) অম্লান কুসুম ঘোষ, এসডিপিও (ঝালদা) সুব্রত দেব সহ উচ্চ পদস্থ পুলিশ ও প্রশাসনিক আধিকারিকরা। শিবিরে প্রতিযোগিতামূলক চাকরির পরীক্ষার জন্য প্রশিক্ষণ দেওয়া হবে।
অযোধ্যা পাহাড় সংলগ্ন সরকারি বিদ্যালয়ের একটি কক্ষে ৮০ জন শিক্ষিত তরুণ তরুণীকে নিয়ে শুরু করা হল এই বিশেষ প্রশিক্ষণ শিবির। প্রথম দিন থেকেই এই শিবিরকে কেন্দ্র করে চাকরি প্রার্থীদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। এই উদ্যোগ প্রসঙ্গে পুরুলিয়া জেলা পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় বলেন, “প্রত্যন্ত এই এলাকায় তরুণ তরুণীদের মধ্যে শিক্ষার হার এখন যথেষ্ট বেড়েছে। প্রতিযোগিতামূলক চাকরির জন্য প্রস্তুতিও নিচ্ছেন তাঁরা। রাজ্য এবং জাতীয় স্তরে প্রতিযোগিতামূলক পরীক্ষায় সফল হতে গেলে আধুনিক পদ্ধতিতে প্রস্তুতি যেমন প্রয়োজন, তেমনই দরকার প্রতিযোগিতামূলক বই এবং ম্যাগাজিন। এই শিবিরে এই সব কিছুর ব্যবস্থা করা হয়েছে। আপাতত সপ্তাহে একদিন রবিবার দুদফায় মোট চার ঘণ্টা এই প্রশিক্ষণ চলবে। প্রশিক্ষণ দেবেন উচ্চ পদস্থ পুলিশ আধিকারিকরা ছাড়াও শিক্ষকরা।” এই কর্মসূচির নাম ‘পথের দিশা’ দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন পুলিশ সুপার।
প্রথম দিনই এই প্রশিক্ষণ শিবিরে যোগ দেন অযোধ্যা পাহাড়ের গ্রামগুলির বহু শিক্ষিত তরুণ তরুণী। তাঁরা জানিয়েছেন, পুলিশ প্রশাসনের এই উদ্যোগে তাঁরা খুব খুশি। এই উদ্যোগে নিজেদের লাভ হবে বলেও মনে করছেন তাঁরা। চাকরির সুযোগ পেতে পরিকল্পনা করে প্রস্তুতি নিতে পারবেন বলেও আশাবাদী ওই এলাকার তরুণ-তরুণীরা।