Purulia Fraud Case: ‘টাকা-গয়না সুরক্ষিত স্থানে রাখুন’, পরামর্শ দিয়েই কাজ হাসিল করত ‘পুলিশের লোক’
Purulia Fraud Case: ভিন রাজ্যের দুই অভিযুক্তকে গ্রেফতার করল পুরুলিয়া জেলা পুলিশ। তাঁদের কাছ থেকে উদ্ধার হয়েছে মোবাইল এবং জাল টাকা।
পুরুলিয়া: রাস্তায় হাত দেখিয়ে গাড়ি দাঁড় করাতেন। গাড়িতে থাকা ব্যক্তিদের সঙ্গে কথাবার্তাও বলেন। তাঁদের বলতেন, যদি সঙ্গে টাকা, গয়না থাকে, তা যেন সামলে রাখেন তাঁরা। পুলিশের লোক পরিচয় দিয়েই এই সব কাজ করতেন তাঁরা। আর এই করেই অভিনব উপায়ে টাকা-গয়না হাতিয়ে নিতেন ওঁরা। এই অভিযোগে ভিন রাজ্যের দুই অভিযুক্তকে গ্রেফতার করল পুরুলিয়া জেলা পুলিশ। তাঁদের কাছ থেকে উদ্ধার হয়েছে মোবাইল এবং জাল টাকা। ধৃতদের নাম আলি রেজা এবং তানভির হোসেন। দুজনেরই বাড়ি মধ্যপ্রদেশে। এরা পুরুলিয়া শহরের একটি হোটেলে ঘাঁটি গেড়েছিল। সন্দেহের ভিত্তিতে তাঁদের দিকে বিশেষ নজর রাখতে শুরু করেছে পুলিশ। এরপর গ্রেফতার করা হয় তাঁদের। পুলিশ জানিয়েছে, ধৃতদের বিরুদ্ধে এর আগেও একাধিক অভিযোগ রয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বেশির ভাগ সময় সিভিল ড্রেসে থাকা পুলিশ দাবি করে প্রতারণাও করতেন। নাকা পয়েন্টের কিছুটা দূরে গাড়ি আটকাতেন তাঁরা। এরপর নিজেদের পুলিশের লোক দাবি করে সাধারণ মানুষকে তাঁদের কাছে থাকা টাকা এবং গয়না সুরক্ষিত রাখার উপদেশ দিতেন। এরপর নিজেরাই একটি খামে ভরে টাকা এবং গয়না যত্ন করে রাখার কথা বলে সেইগুলি বদলে দিতেন। তাঁদের কাছে কিছু নকল গয়না আগে থেকেই রাখা থাকত। দ্রুততার মাঝে কেউ আর সেই খাম খুলে দেখতেন না। একাধিক ব্যক্তির সঙ্গে এভাবেই প্রতারণা করতেন ওঁরা।
এছাড়াও জাল নোটের ব্যবসাও করতেন বলে অভিযোগ। এই দুষ্কৃতীরা শুধু পুরুলিয়া জেলায় নয় রাজ্যের অনান্য জেলা এবং ঝাড়খণ্ডেও নানা অপরাধ করেছেন বলে পুলিশ জানতে পেরেছে। তাঁদের সঙ্গে নেপাল-সহ বিভিন্ন জায়গার দুষ্কৃতীদের যোগ রয়েছে বলে মনে করছে পুলিশ। আপাতত ধৃতদের জেরা করে আর কী কী অপরাধের সঙ্গে তারা যুক্ত রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।