Purulia Murder: বাড়ির পরিচারিকা খুন, রক্তাক্ত গৃহকর্ত্রী, ২৪ ঘণ্টার মধ্যে বাড়ির কাঠমিস্ত্রির রহস্যভেদ

Purulia Murder: মাঝে মাঝেই ওই বাড়িতে গিয়ে কাঠের কাজ করত তারা। সম্প্রতি ভিকির খুব টাকার প্রয়োজন হয়। এরপরই সে এই বাড়িতে চুরি করার সিদ্ধান্ত নেয়।

Purulia Murder: বাড়ির পরিচারিকা খুন, রক্তাক্ত গৃহকর্ত্রী, ২৪ ঘণ্টার মধ্যে বাড়ির কাঠমিস্ত্রির রহস্যভেদ
পুরুলিয়ায় খুনের কিনারা
Follow Us:
| Edited By: | Updated on: Aug 29, 2022 | 12:39 PM

পুরুলিয়া: ২৪ ঘণ্টার মধ্যে খুনের ঘটনার কিনারা করল পুরুলিয়া সদর থানার পুলিশ। গ্রেফতার হল ঘটনায় যুক্ত দুই যুবক। তাদের নাম ভিকি শর্মা এবং রাকেশ কুমার রজক। প্রথম জনের বাড়ি বিহারে হলেও সে থাকে পুরুলিয়া শহরের সাধু ডাঙায়। রাকেশ পুরুলিয়া মফ্ফস্বল থানার দুব চড়কা গ্রামের বাসিন্দা। তাঁরা দুজনেই কাঠমিস্ত্রি বলে জানা গিয়েছে। রবিবার দুপুরে পুরুলিয়া শহরের দর্জিপাড়ায় প্রদীপ দাস কর্মকার নামে এক স্বর্ণ ব্যবসায়ীর বাড়িতে দুষ্কৃতীদের আক্রমণে খুন হন বাড়ির পরিচারিকা পার্বতী বাদ্যকার। গুরুতর আহত হন ব্যবসায়ীর স্ত্রী নন্দিতা দাস কর্মকার। তদন্তে পুলিশ জানতে পারে এই খুনের ঘটনায় যুক্ত রয়েছে পরিবারের পরিচিত দুই কাঠ মিস্ত্রী। অভিযুক্তরা হল ভিকি এবং রাকেশ।

মাঝে মাঝেই ওই বাড়িতে গিয়ে কাঠের কাজ করত তারা। সম্প্রতি ভিকির খুব টাকার প্রয়োজন হয়। এরপরই সে এই বাড়িতে চুরি করার সিদ্ধান্ত নেয়। কাঠের কাজ করার জন্য পরিবারের কোথায় কী আছে, তা জানত ভিকি। প্রাথমিক তদন্তের ভিত্তিতে পুলিশ মনে করছে, বাড়ির ভেতরে ঢুকে টাকা সরাবার সময় তাদের দেখে ফেলে ওই পরিচারিকা।

হাতুড়ি ধরনের ভারী কিছু দিয়ে তাকে মেরে ফেলে একটি ঘরে ঢুকিয়ে চাদর চাপা দিয়ে দেয় এই দু’জন। এরপর গৃহকর্ত্রীকে আক্রমণ করে তারা। এক্ষেত্রে পুলিশ খতিয়ে দেখছে যে কী পরিস্থিতিতে নন্দিতা দাসকে আঘাত করেছিল তারা। আপাতত গুরুতর আহত অবস্থায় নন্দিতা দুর্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন। জেরায় এই দুই কাঠ মিস্ত্রি খুনের কথা স্বীকার করেছে বলে জানিয়েছেন পুরুলিয়ার পুলিশ সুপার এস সেলভামুরুগণ। তাদের আরও জেরা করে বাকি তথ্য জানার চেষ্টা করছে পুলিশ।