Purulia: একটা ইঞ্জেকশন! একই সঙ্গে অসুস্থ হয়ে পড়লেন পুরুষ বিভাগের ৯ রোগী, উপসর্গও একই

Purulia: চিকিৎসাধীন রোগীর পরিজনের অভিযোগ, বিকালে ইঞ্জেকশন দেওয়ার পর রোগীরা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন। ঘটনার খবর পেয়ে হাসপাতালে পৌঁছয় রঘুনাথপুর থানার পুলিশ।

Purulia: একটা ইঞ্জেকশন! একই সঙ্গে অসুস্থ হয়ে পড়লেন পুরুষ বিভাগের ৯ রোগী, উপসর্গও একই
রঘুনাথপুর সুপার স্পেশ্যালিটি হাসপাতালে রোগীদের দেখছেন সুপার (নিজস্ব চিত্র)
Follow Us:
| Edited By: | Updated on: Oct 30, 2021 | 8:07 AM

পুরুলিয়া: ওয়ার্ডে ভর্তি ছিলেন একই সঙ্গে। ঠিকঠাকই ছিলেন প্রত্যেকে। কিন্তু আচমকাই অল্প সময়ের ব্যবধানে অসুস্থ হয়ে পড়লেন একে একে ৯ জন। উপসর্গ সকলেরই প্রায় এক। কাঁপুনি, সঙ্গে শ্বাসকষ্ট। পুরুলিয়ার রঘুনাথপুর সুপার স্পেশ্যালিটি হাসপাতালের পুরুষ বিভাগে একই সঙ্গে ৯ রোগীর একই সঙ্গে অসুস্থ হয়ে পড়ার ঘটনায় চাঞ্চল্য ছড়াল। রোগীর পরিবারের অভিযোগ, একটি ইঞ্জেকশন দেওয়ার পরই প্রত্যেকের মধ্যে এই সমস্যা দেখা যায়।

শুক্রবার সন্ধ্যায় হাসপাতালে ঘটে চাঞ্চল্যকর ঘটনাটি। হাসপাতালের পুরুষ বিভাগের ৯ রোগী একই সঙ্গে একই উপসর্গ নিয়ে অসুস্থ হয়ে পড়েন। তাঁদের মধ্যে তিন জনের অবস্থা আশঙ্কাজনক হয়ে পড়ে।

চিকিৎসাধীন রোগীর পরিজনের অভিযোগ, বিকালে ইঞ্জেকশন দেওয়ার পর রোগীরা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন। ঘটনার খবর পেয়ে হাসপাতালে পৌঁছয় রঘুনাথপুর থানার পুলিশ। ৯ রোগীর মধ্যে আশঙ্কাজনক অবস্থায় থাকা ৩ জনকে তড়িঘড়ি হাসপাতালের এইচডিইউ বিভাগে স্থানান্তরিত করা হয়।

হাসপাতালেই কয়েকদিন ধরে জ্বর নিয়ে ভর্তি রয়েছেন বছর কুড়ির কিরণ দাস নামে এক যুবক। ইঞ্জেকশন দেওয়ার পর তাঁরও শ্বাসকষ্ট হয় বলে অভিযোগ। চিকিত্সার পর স্থিতিশীল তিনি। কিরণ বলেন, “বিকালে নার্সরা এসে ইঞ্জেকশন দেন। আমাদের অনেককেই দিয়েছিলেন। তারপর থেকেই কাঁপুনি দিতে থাকে শরীরে। শ্বাসকষ্টও শুরু হয়। ডাক্তারবাবুদের বলি বিষয়টি। মনে হচ্ছে ভুলভাল ইঞ্জেকশন দেওয়া হয়েছিল।”

রোগীদের দেখতে যান হাসপাতালের সুপার চিকিত্সক সোমনাথ দাস। তিনি বলেন, ” বিকেলে হঠাৎ করে ৮-৯ জন রোগীর কাঁপুনি ও শ্বাসকষ্ট শুরু হয়। তিনজনের অবস্থা আশঙ্কাজনক। তবে চিকিত্সা চলছে। আশা করি দ্রুত সুস্থ হয়ে উঠবেন তাঁরা। বাকি রোগীদের অবস্থা স্থিতিশীল। তবে কী কারণে ঘটনা ঘটেছে তা নিয়ে তদন্ত শুরু হয়েছে।”

তবে সুপার বলেছেন, “কারণ অবশ্যই তদন্ত করে বার করা হবে। তবে অযথা আতঙ্ক ছড়ানোর প্রয়োজন নেই। রোগীর পরিবারের অভিযোগকে হ্যাঁ কিংবা না বলছি না। ভুল ইঞ্জেকশনের অভিযোগও খতিয়ে দেখা হবে। ভুল ইঞ্জেকশন দেওয়া মানে এটাই হতে পারে ওই ওষুধে ওঁদের কোনও সাইড এফেক্ট হয়েছে। তবে চিকিত্সা চলছে। আগে থেকেই কারণ বলে দেওয়া সম্ভব নয়।”

আরও পড়ুন: Petrol Diesel Price Hike: ফের বাড়ল পেট্রোলের দাম, পাল্লা দিচ্ছে ডিজেলও! শহরে আরও জ্বালানি জ্বালা

আরও পড়ুন: Sujan meets Suvendu: হঠাৎ শুভেন্দুর ঘরে হাজির সুজন! স্মৃতিচারণায় উঠে এল শান্তিকুঞ্জ