শুভেন্দু কি বিজেপিতেই, দিলীপ ঘোষের মন্তব্যে বাড়ল জল্পনা
রাজ্য রাজনীতির বর্তমান আবহে শুভেন্দু অধিকারীর এই সিদ্ধান্ত নিঃসন্দেহে একটা বড় 'পরিবর্তন'-এর ইঙ্গিত। গত কয়েক মাস ধরেই বহু জল্পনা পূর্ব মেদিনীপুরের এই তৃণমূল নেতাকে ঘিরে।
![শুভেন্দু কি বিজেপিতেই, দিলীপ ঘোষের মন্তব্যে বাড়ল জল্পনা শুভেন্দু কি বিজেপিতেই, দিলীপ ঘোষের মন্তব্যে বাড়ল জল্পনা](https://images.tv9bangla.com/wp-content/uploads/2020/11/Dilip-Ghosh-1.jpg?w=1280)
TV9 বাংলা ডিজিটাল: শুভেন্দু অধিকারীকে স্বাগত জানাতে প্রস্তুত গেরুয়া শিবির। নন্দীগ্রামের তৃণমূল বিধায়ক চাইলেই যোগ দিতে পারেন বিজেপিতে। শুক্রবার মন্ত্রিত্ব থেকে ইস্তফা দেওয়ার পরই মন্তব্য বিজেপি সাংসদ দিলীপ ঘোষের। একইসঙ্গে দিলীপ ঘোষের হুঙ্কার, শুভেন্দুর এভাবে সরে দাঁড়ানো তৃণমূলের মুষলপর্ব শুরুর ইঙ্গিত।
বৃহস্পতিবার হুগলি রিভার ব্রিজ কমিশনারস (HRBC)-এর চেয়ারম্যান পদ থেকে অপসারিত করা হয় শুভেন্দু অধিকারীকে। শুক্রবার দুপুরেই তিনি নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়ে দায়িত্বপ্রাপ্ত দফতরগুলি থেকে সরে দাঁড়ানোর কথা জানান।
আরও পড়ুন: কবে থেকে দলের সঙ্গে বাড়ল দূরত্ব? কবে থেকে ‘নিস্পৃহ’ হতে শুরু করলেন শুভেন্দু?
রাজ্য রাজনীতির বর্তমান আবহে শুভেন্দু অধিকারীর এই সিদ্ধান্ত নিঃসন্দেহে একটা বড় ‘পরিবর্তন’-এর ইঙ্গিত। গত কয়েক মাস ধরেই বহু জল্পনা পূর্ব মেদিনীপুরের এই তৃণমূল নেতাকে ঘিরে। যদিও এখনও তিনি মমতা বন্দ্যোপাধ্যায়েরই সৈনিক। তবু বিজেপির দরজা যে তাঁর জন্য খোলা এদিন আরও একবার সে কথাই স্পষ্ট করে দিলেন দিলীপ ঘোষ।
এদিন দিলীপ ঘোষ বলেন, “শুভেন্দু অধিকারীর তৃণমূল থেকে বেরিয়ে আসা এখন শুধু সময়ের অপেক্ষা। শাসকদলের একাধিক নেতা এই পথেই হাঁটবেন। আমরা আমাদের দরজা খুলে রেখেছি।” দিলীপের আরও দাবি, তৃণমূলের অস্তিত্বটাই এবার হারিয়ে যাবে।
আরও পড়ুন: একুশের প্রস্তুতিতে বিশেই মমতার ‘ধামাকা’, সাড়ে ৭ কোটি রাজ্যবাসীর জন্য বরাদ্দ ‘স্বাস্থ্য সাথী’র বিমা
গত কয়েকদিনে তৃণমূলের একাধিক ‘হেভিওয়েট’ নেতৃত্বের মুখে দলবিরোধী সুর শোনা গিয়েছে। একাধিক বিধায়ক এ নিয়ে সরব হয়েছেন ভরা সভায় কিংবা সোশ্যাল মিডিয়ায়। শুভেন্দু সরাসরি দলনেত্রী বা দল সম্পর্কে কোনওরকম মন্তব্য় না করলেও তাঁর সাম্প্রতিক ইঙ্গিতবাহী কথাবার্তায় অনেকেই ‘অন্য ইঙ্গিত’ পেয়েছেন। এদিন মন্ত্রিত্ব ছাড়ার ঘোষণায় আরও জোরদার হল বিতর্ক।
![প্রতিদিন হাঁটলে কমতে পারে অবসাদ! গবেষণা বলছে... প্রতিদিন হাঁটলে কমতে পারে অবসাদ! গবেষণা বলছে...](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/Depression-can-cure-by-only-walking-says-research.jpg?w=670&ar=16:9)
![জোর করে প্রেমিকাকে অন্যত্র বিয়ে! প্রেমিকদের কী উপদেশ প্রেমানন্দ মহারাজের? জোর করে প্রেমিকাকে অন্যত্র বিয়ে! প্রেমিকদের কী উপদেশ প্রেমানন্দ মহারাজের?](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/What-to-do-if-girlfriend-married-someone-else-Premanand-Maharaj-gives-guidance.jpg?w=670&ar=16:9)
![মন থেকে জাপটে ধরুন সঙ্গীকে, উষ্ণ আলিঙ্গনে মিলবে বহু উপকার মন থেকে জাপটে ধরুন সঙ্গীকে, উষ্ণ আলিঙ্গনে মিলবে বহু উপকার](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/On-Hug-day-know-What-is-the-benefits-of-Hugging.jpg?w=670&ar=16:9)
![দূরদূরান্তে নেই বিরাট-রোহিত, CT-তে রানের ফুলঝুরি ফুটিয়েছেন কারা? দূরদূরান্তে নেই বিরাট-রোহিত, CT-তে রানের ফুলঝুরি ফুটিয়েছেন কারা?](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/List-of-5-Indian-cricketers-who-scored-most-runs-in-ICC-Champions-Trophy.jpg?w=670&ar=16:9)
![ভয়ে কাঁপছে Airtel, VI! বাকিদের ২৮ দিনের দামেই ৪৫ দিনের প্ল্যান আনল BSNL ভয়ে কাঁপছে Airtel, VI! বাকিদের ২৮ দিনের দামেই ৪৫ দিনের প্ল্যান আনল BSNL](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/BSNL.jpg?w=670&ar=16:9)
![জীবনসঙ্গী বাছতে গিয়ে বড় ভুল করছেন না তো? প্রেমানন্দ মহারাজ বললেন... জীবনসঙ্গী বাছতে গিয়ে বড় ভুল করছেন না তো? প্রেমানন্দ মহারাজ বললেন...](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/Premananda-Maharaj-ji-told-how-to-choose-a-good-and-desired-life-partner-for-marriage.jpg?w=670&ar=16:9)