দিল্লিতে নিশীথের সঙ্গে মিহির গোস্বামী? কবে যোগদান, কী বললেন মুকুল রায়?
কোচবিহার দক্ষিণের বিধায়ক মিহির গোস্বামীর দিল্লি সফর (Mihir Goswami may join BJP) যেন সেই জল্পনায় অনুঘটকের কাজ করছে।
![দিল্লিতে নিশীথের সঙ্গে মিহির গোস্বামী? কবে যোগদান, কী বললেন মুকুল রায়? দিল্লিতে নিশীথের সঙ্গে মিহির গোস্বামী? কবে যোগদান, কী বললেন মুকুল রায়?](https://images.tv9bangla.com/wp-content/uploads/2020/11/Mihir.jpg?w=1280)
TV9 বাংলা ডিজিটাল: বেশ কিছুদিন ধরেই জল্পনা চলছিল। কিছুদিন আগে সামাজিক মাধ্যমে দল ও দলনেত্রীর বিরুদ্ধে উষ্মা প্রকাশ করে পোস্ট করেছিলন তিনি। এবার সেই জল্পনার কি ইতি ঘটতে চলেছ? কোচবিহার দক্ষিণের বিধায়ক মিহির গোস্বামীর দিল্লি সফর (Mihir Goswami may join BJP) যেন সেই জল্পনায় অনুঘটকের কাজ করছে।
শুক্রবারই মন্ত্রিসভা থেকে ইস্তফা দিয়েছেন শুভেন্দু অধিকারী। আর এদিনই দিল্লি গিয়েছেন মিহির গোস্বামী। সঙ্গে রয়েছেন নিশীথ প্রামাণিকও। আর তাতেই তাঁর এদিনও পদ্মশিবিরে যোগের সম্ভাবনা তুঙ্গে উঠেছে।
এবিষয়ে মুকুল রায়কে জিজ্ঞাসা করা হলে, তিনি টিভি নাইন ডিজিট্যালকে বলেছেন, “বাংলার মানুষ এই মুহূর্তে তৃণমূল সরকারের অপসারণ চায়। মিহির গোস্বামী একজন অত্যন্ত শক্তিশালী নেতা তিনি এখনও বিজেপিতে যোগ দেননি। মিহিরদা এখন দিল্লিতে রয়েছেন। আজকেই যোগ দেবেন কিনা, সেটা আমি এখনও শুনিনি। আজ সকালে ওঁর সঙ্গে আমার ফোনে কথা হয়েছে কিন্তু যোগদানের বিষয়টা তো আমার হাতে নেই।” এই বিষয়টি কৈলাশ বিজয়বর্গীয় জানেন বলে জানান তিনি।
উল্লেখ্য, গত ১৭ নভেম্বরই দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে ফেসবুকে তিনি দাবি করেন, দলের সাংগঠনিক পদ থেকে ইস্তফা দেওয়ার ৬ সপ্তাহ পরেও দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) যোগাযোগ করেননি। এর থেকেই স্পষ্ট, দলের ক্ষমতা দলনেত্রীর হাতে নেই।
যে দলের অভিধানে ‘সম্মান’ বলে শব্দটাই অনুপস্থিত, সেই দলে তিনি ২২ বছর কীভাবে কাটালেন, তা ভেবে তিনি বিস্মিত বলে সোশ্যাল মিডিয়ায় লিখেছেন। তাঁর আক্ষেপ, দলের সমস্ত পদ থেকে ইস্তফা দেওয়ার পর অনেকের ফোন পেয়েছেন, অনেকের পরামর্শ পেয়েছেন। কিন্তু যাঁর থেকে একটি ফোন আশা করেছিলেন, সেই নেত্রী তাঁকে একবারও ফোন করেননি। তাই দলের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করাই শ্রেয় বলে জানিয়েছেন মিহির গোস্বামী।
আরও পড়ুন: কবে থেকে দলের সঙ্গে বাড়ল দূরত্ব? কবে থেকে ‘নিস্পৃহ’ হতে শুরু করলেন শুভেন্দু?
মূলত ২ অক্টোবর কোচবিহার জেলা তৃণমূলের ব্লক কমিটি ঘোষণা হওয়ার পর অসন্তোষ প্রকাশ করেছিলেন মিহির গোস্বামী। এর পরই তিনি দলের যাবতীয় সাংগঠনিক পদ ছেড়ে দেন। এরপর নিশীথ প্রামাণিকের সঙ্গে তাঁর সাক্ষাতে জল্পনা দ্বিগুণ হয়। দলের মধ্যেই তাঁর বিধায়ক পদ ছেড়ে দেওয়ার দাবি ওঠে। মিহির গোস্বামী সেসময় বলেছিলেন, “নেত্রী বললে, পদ ছেড়ে দেব।” দলের মধ্যে কখনই তাঁর মতামতকে গুরুত্ব না দেওয়ার অভিযোগ তুলে সরে যেতে শুরু করেন মিহির গোস্বামী।
এখন তাঁর ঘাসফুল থেকে পদ্মফুলে যোগ দেওয়া স্রেফ সময়ের অপেক্ষা। (Mihir Goswami may join BJP)
![প্রতিদিন হাঁটলে কমতে পারে অবসাদ! গবেষণা বলছে... প্রতিদিন হাঁটলে কমতে পারে অবসাদ! গবেষণা বলছে...](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/Depression-can-cure-by-only-walking-says-research.jpg?w=670&ar=16:9)
![জোর করে প্রেমিকাকে অন্যত্র বিয়ে! প্রেমিকদের কী উপদেশ প্রেমানন্দ মহারাজের? জোর করে প্রেমিকাকে অন্যত্র বিয়ে! প্রেমিকদের কী উপদেশ প্রেমানন্দ মহারাজের?](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/What-to-do-if-girlfriend-married-someone-else-Premanand-Maharaj-gives-guidance.jpg?w=670&ar=16:9)
![মন থেকে জাপটে ধরুন সঙ্গীকে, উষ্ণ আলিঙ্গনে মিলবে বহু উপকার মন থেকে জাপটে ধরুন সঙ্গীকে, উষ্ণ আলিঙ্গনে মিলবে বহু উপকার](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/On-Hug-day-know-What-is-the-benefits-of-Hugging.jpg?w=670&ar=16:9)
![দূরদূরান্তে নেই বিরাট-রোহিত, CT-তে রানের ফুলঝুরি ফুটিয়েছেন কারা? দূরদূরান্তে নেই বিরাট-রোহিত, CT-তে রানের ফুলঝুরি ফুটিয়েছেন কারা?](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/List-of-5-Indian-cricketers-who-scored-most-runs-in-ICC-Champions-Trophy.jpg?w=670&ar=16:9)
![ভয়ে কাঁপছে Airtel, VI! বাকিদের ২৮ দিনের দামেই ৪৫ দিনের প্ল্যান আনল BSNL ভয়ে কাঁপছে Airtel, VI! বাকিদের ২৮ দিনের দামেই ৪৫ দিনের প্ল্যান আনল BSNL](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/BSNL.jpg?w=670&ar=16:9)
![জীবনসঙ্গী বাছতে গিয়ে বড় ভুল করছেন না তো? প্রেমানন্দ মহারাজ বললেন... জীবনসঙ্গী বাছতে গিয়ে বড় ভুল করছেন না তো? প্রেমানন্দ মহারাজ বললেন...](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/Premananda-Maharaj-ji-told-how-to-choose-a-good-and-desired-life-partner-for-marriage.jpg?w=670&ar=16:9)