দিনহাটার তৃণমূল পঞ্চায়েত প্রধানকে লক্ষ্য করে ৭ রাউন্ড গুলি, আতঙ্কে এলাকাবাসী
দিনহাটা ২ নম্বর ব্লকের নিগমনগর ঘাটপার এলাকায় তৃণমূল যুব কংগ্রেসের দিনহাটা ২ নং ব্লকের সহ-সভাপতি তাপস দাসকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠল বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে
কোচবিহার: দিনহাটার তৃণমূল (TMC) যুব নেতা তথা পঞ্চায়েত প্রধানকে লক্ষ্য করে চলল গুলি। অভিযোগের তির বিজেপির দিকে। ৭ রাউন্ড গুলি চলেছে বলে খবর। ঘটনাস্থলে পৌঁছেছে বিরাট পুলিস বাহিনী।
এদিন দিনহাটা ২ নম্বর ব্লকের নিগমনগর ঘাটপার এলাকায় তৃণমূল যুব কংগ্রেসের দিনহাটা ২ নং ব্লকের সহ-সভাপতি তাপস দাসকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠল বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। অভিযোগ, এদিন সন্ধ্যায় দিনহাটা শহরে পাঁচমাথা মোড় এলাকায় তৃণমূল যুব কংগ্রেসের সভা শেষে তৃণমূল গ্রাম পঞ্চায়েতের প্রধান তাপস দাস বাড়ি ফিরছিলেন। ঠিক সেই সময়ই নিগমনগর ঘাটপাড়া এলাকায় তাঁর পথ আটকে গুলি চালায় দুষ্কৃতীরা।
যদিও একাধিক গুলি চলা সত্ত্বেও তিনি প্রাণে বেঁচে গিয়েছেন। এরপর স্থানীয় বাসিন্দারা ছুটে এলে দুষ্কৃতীরা বাইকগুলি ঘটনাস্থলে রেখে দিয়ে চম্পট দেয়। পরে দিনহাটা মহকুমা পুলিস আধিকারিক মানবেন্দ্র দাসের নেতৃত্বে সাহেবগঞ্জ থানা থেকে বিশাল পরিমাণ পুলিস বাহিনী ঘটনাস্থলে ছুটে আসে। গোটা এলাকায় পুলিসি টহলদারিতে রয়েছে এই মুহূর্তে। রীতিমতো আতঙ্কে রয়েছেন এলাকাবাসী।
আরও পড়ুন: ভয়াবহ আগুন, দাউদাউ করে জ্বলছে পুরুলিয়ার জয়চণ্ডী পাহাড়
এই ঘটনায় গেরুয়া শিবিরের বিরুদ্ধে অভিযোগ উঠলেও বিজেপির নেতা সুদেব কর্মকার দাবি করেন, “বিজেপির দলীয় কার্যালয় লক্ষ্য করে গুলি চালিয়েছে তৃণমূলের দুষ্কৃতীরা। নির্বাচন যত এগিয়ে আসছে, ততই তৃণমূলের সন্ত্রাস বাড়ছে সর্বত্র।”
আরও পড়ুন: সংজ্ঞাহীন অবস্থায় লাইনে পড়ে কলেজ ছাত্রী, দেখেও দেখল না পাবলিক!