বাপেরবাড়ি যেতে দেননি স্বামী, অভিমানে আত্মঘাতী স্ত্রী
বৃহস্পতিবার বাপেরবাড়ি যেতে চেয়েছিলেন পাখিজা। স্বামী রাজি হননি। দুজনের ঝগড়া হয়। এরপর ঘর থেকে বেরিয়ে যান জাকির।
দক্ষিণ ২৪ পরগনা: বাপেরবাড়ি যেতে চেয়েছিলেন স্ত্রী। স্বামী রাজি হয়নি। তাই নিয়ে বচসা। তার জেরে গলায় ওড়নার ফাঁস লাগিয়ে আত্মহত্যা করলেন এক গৃহবধূ। দক্ষিণ ২৪ পরগনার (South 24 Parganas)বিষ্ণুপুরের নয়হাজিরী গ্রামের ঘটনা। মৃতের নাম পাখিজা।
পরিবার সূত্রে জানা গিয়েছে, সাত বছর আগে নয়হাজিরী গ্রামের সর্দারপাড়ার বাসিন্দা জাকির সর্দারের সঙ্গে বিয়ে হয় পাখিজার। তাঁদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। পরিবারের সদস্যরা বলছেন, টুকটাক বিষয় ছাড়া স্বামী-স্ত্রীর মধ্যে বড় কোনও অশান্তি হয়নি এর আগে। বৃহস্পতিবার বাপেরবাড়ি যেতে চেয়েছিলেন পাখিজা। স্বামী রাজি হননি। দুজনের ঝগড়া হয়। এরপর ঘর থেকে বেরিয়ে যান জাকির।
আরও পড়ুন: বিশ্বভারতীর থেকে ফেরত নেওয়া রাস্তার উদ্বোধনে স্বমহিমায় অনুব্রত, অনশনে বসতে পারেন উপাচার্য
দীর্ঘক্ষণ পাখিজাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা ঘরে ঢোকেন। তখন পাখিজাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। খবর দেওয়া হয় বিষ্ণুপুর থানায়। পুলিস গিয়ে উদ্ধার করে আমতলা গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে।