জয়নগরে বিজেপির সভায় ‘হামলা’, প্রতিবাদে অবরোধ

অভিযোগের তির তৃণমূলের দিকে, তবে কী বলছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব?

জয়নগরে বিজেপির সভায় 'হামলা', প্রতিবাদে অবরোধ
প্রতিবাদে বিজেপি কর্মীদের পথ অবরোধ
Follow Us:
| Updated on: Jan 19, 2021 | 6:19 PM

দক্ষিণ ২৪ পরগনা: বিজেপির পথসভায় হামলা চালানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। দক্ষিণ ২৪ পরগনার জয়নগরের ঘটনা।

কৃষি আইনের সমর্থনে পথসভা করে বিজেপি। দক্ষিণ বারাসত মোড় এলাকায় পথ সভা চলাকালীন স্থানীয় তৃণমূল কর্মীরা হামলা চালান বলে অভিযোগ। ভাঙচুর করে দেওয়া হয় মঞ্চ ও চেয়ার I বেধড়ক মারধর করা হয় বিজেপি কর্মীদেরও। পুলিসের বিরুদ্ধেও নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছে বিজেপি।

বিজেপি কর্মীদের অভিযোগ, গোটা বিষয়টিই পুলিসের সামনে হল। অথচ পুলিস কর্মীরা দাঁড়িয়ে বিষয়টি দেখেছেন। প্রতিবাদে বিজেপির কর্মী সমর্থকরা কুলপি রোড অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন। যদিও হামলার অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব।

আরও পড়ুন: বাদ পড়লেন নার্সরাই, টিকা পেলেন বেসরকারি ল্যাব-কর্তার স্ত্রী, গাড়ি চালক!

স্থানীয় তৃণমূল নেতা বলেন, “বিজেপি নিজেদের মধ্যেই অশান্তি করে আর তৃণমূলের ঘাড়ে দোষ চাপায়। এই ব্যাপারে কথা বলার কোনও প্রয়োজন নেই।” তবে জয়নগরের পরিস্থিতি উত্তপ্ত। এলাকায় টহল দিচ্ছে পুলিস।